প্রতিবেদন : আগামী বিধানসভা নির্বাচনই পাখির চোখ করে বারাসত সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ‘কর্মী সম্মেলন ও আলাপচারিতা’ অনুষ্ঠিত হল। বারাসত সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী স্বপ্না বসু এই উদ্যোগ নিয়েছিলেন। শুক্রবার দুপুরে বারাসত পুরসভার বিদ্যাসাগর সভাকক্ষে এই কর্মী সম্মেলন হয়। স্বপ্না বসু ছাড়াও উপস্থিত ছিলেন বারাসাতের সাংসদ তথা জেলা সভাপতি ডাঃ কাকলি ঘোষ দস্তিদার, রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়দর্শিনী হাকিম, সোনালী সিংহ রায়, পম্পি মুখোপাধ্যায়, নন্দিতা ভৌমিক-সহ জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মী ও নেত্রীরা।
আরও পড়ুন-নিরপেক্ষ নয় কমিশন, তোপ ফিরহাদের
এদিনের সম্মেলনে মহিলা কর্মীদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। এই বিষয়ে প্রিয়দর্শিনী হাকিম বলেন, সামনেই বিধানসভা নির্বাচন। আমাদের সকলকে একযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে লড়াইয়ের ময়দানে নামতে হবে। সব ভেদাভেদ ভুলে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ও রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরে ঘরে ঘরে জনসংযোগে যেতে হবে। মনে রাখবেন আগামী বিধানসভায় ভাল ফল করে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে হবে। তৃণমূল কংগ্রেস না জিতলে রাজ্যের উন্নয়ন, মহিলাদের স্বনির্ভর করার সব চেষ্টাই নষ্ট হয়ে যাবে। তাই আমাদের ব্যবহারেও সংযম আনতে হবে। উন্নয়ন ও প্রকল্প রূপায়ণকে প্রাধান্য দিতে হবে।