সংবাদদাতা, হিঙ্গলগঞ্জ : সুন্দরবনের রায়মঙ্গল নদীতে মৎস্যজীবীর জালে ধরা পড়ল বিশালাকার বিরল প্রজাতির শঙ্করমাছ। আর খবর পেয়েই সেই মাছ দেখতে ভিড় করছেন মানুষ। শনিবার উত্তর ২৪ পরগনার বসিরহাট হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের রায়মঙ্গল নদীতে মৎস্যজীবী দেবাশিস মল্লিকের পাতা জালে ছয় ফুট লম্বা সাড়ে চার ফুট চওড়া মাছটি ধরা পড়ে। শঙ্কর মাছ তার কাঁটাওয়ালা লেজের জন্য বিখ্যাত। আগে এটি দিয়ে চাবুক তৈরি হত। মাছ অবশ্য এটি আত্মরক্ষার জন্য ব্যবহার করে। মাছটির লেজ বিশাল। সব মিলিয়ে ওজন এক কুইন্টাল।
আরও পড়ুন-রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পাঁচ হাজারের বেশি শাখা তুলে দেওয়া হয়েছে, মোদি জমানার ৮ বছর
বাঁশের দোলনায় চারজন মৎস্যজীবী নদী থেকে তুলে বড় বাকড়া বাজারে মাছটিকে আনে। এটির বাজারমূল্য উঠেছে প্রায় লক্ষাধিক টাকা। মৎস্যজীবীরা বলছেন, বঙ্গোপসাগরে ক্রান্তি ও উপক্রান্তি সমুদ্র এদের বিচরণ ক্ষেত্র। শঙ্কর মাছের বিজ্ঞানসম্মত নাম হেপানাস আমেরিকানাস। সম্ভবত দিক ভুল করে খাবারের সন্ধানে নদীতে ঢুকে পড়েছে আর বেরোতে পারেনি। আগে এত বড় মাছ এই নদীতে দেখা যায়নি। মৎস্যজীবীরা জানাচ্ছেন, শঙ্কর মাছের নাম শুনেই আড়তে ভিড় জমাচ্ছেন মৎস্যপ্রেমী মানুষ।