লক্ষ্মীবারে জনমোহিনী বাজেট পেশ হল রাজ্য বিধানসভায়। কর্মসংস্থান, ভাতাবৃদ্ধির পাশাপাশি গাড়ি-রেস্তোরাঁর ব্যবসায়ীদের কর মকুব করার মতো বড় ঘোষণা করেছেন এদিন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ছাড় দেওয়া হয়েছে জমির দানপত্রের স্ট্যাম্প ডিউটিতেও।
আরও পড়ুন- আর একমাস আবাস যোজনা নিয়ে কেন্দ্রকে ফের হুঁশিয়ারি
অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করে বলেন, পরিবারের সদস্যদের মধ্যে দানপত্রে রেজিস্ট্রেশনে সম্পত্তির মূল্যের উপর ০.৫ শতাংশ হারে স্ট্যাম্প ডিউটি দিতে হয়। এ ধরনের দানপত্রে এই স্ট্যাম্প ডিউটির পরিমাণ সর্বোচ্চ ১ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। বকেয়া লাক্সারি কর মেটাতে ‘সেটেলমেন্ট অফ ডিসপিউট’ স্কিম চালু করা হচ্ছে। এক্ষেত্রে শুধুমাত্র বকেয়া লাক্সারি কর নেওয়া হবে। কোনও জরিমানা বা সুদ নেওয়া হবে না। এর ফলে প্রায় ৫ হাজার হোটেল মালিক উপকৃত হবেন বলে আশাবাদী মন্ত্রী। এছাড়া, রেজিস্টার্ড গাড়ির ক্ষেত্রে কম হারে লাইফটাইম ট্যাক্স কার্যকরী করার কথা জানান অর্থমন্ত্রী। ছোট প্যাসেঞ্জার গাড়ির ক্ষেত্রেও কম হারে ট্যাক্স কার্যকর করার ইঙ্গিত দিয়েছেন তিনি।