সংবাদদাতা, পুরুলিয়া : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের দ্বিতীয় পুরুলিয়া জেলা সম্মেলনে ভিড় উপচে পড়ল। মঙ্গলবার এই সম্মেলন হয় পুরুলিয়া শহরের ইনডোর স্টেডিয়ামে। সরকারি কর্মচারীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব কল্যাণমূলক কর্মসূচি রূপায়ণ করেছেন, সেগুলি নিয়ে আলোচনা হয় সম্মেলনে। ছিলেন সংগঠনের রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়েক-সহ একঝাঁক শীর্ষ নেতৃত্ব।
আরও পড়ুন-দলকে কাঠগড়ায় তুলে দলীয় পদ থেকে অব্যহতি বিজেপি বিধায়কের
ছিলেল জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া, সভাধিপতি নিবেদিতা মাহাতো, দুই বিধায়ক রাজীবলোচন সরেন ও সুশান্ত মাহাতো এবং সংগঠনের জেলা নেতৃত্ব। সংগঠনের জেলা সভাপতি সুপ্রিয় দত্ত বলেন, সাড়ে তিন হাজার সরকারি কর্মচারী সম্মেলনে ছিলেন। রাজ্য সরকারের উন্নয়নমুখী কাজে সবসময় অগ্রণী ভূমিকা নেন কর্মীরা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অরণ্য শাখার সভাপতি মন্টু মাহাতো বলেন, এই সম্মেলনে অরণ্য শাখার সকল সদস্য উপস্থিত ছিলেন। সরকারি কর্মীদের ঝুঁকিপূর্ণ কাজে মুখ্যমন্ত্রী বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছেন। তাতে খুশি সকলে।