প্রতিবেদন : এএফসি কাপে শ্রীলঙ্কার দল ব্লু স্টার এফসি-র বিরুদ্ধে নামার আগে মহানুভবতার পরিচয় দিলেন হুগো বোউমাস। যুবভারতী ক্রীড়াঙ্গনে এটিকে মোহনবাগানের ম্যাচ মঙ্গলবার। সোমবার রয় কৃষ্ণ, হুগোদের অনুশীলন দেখতে হাজির হয়েছিলেন প্রায় শ’দুয়েক সমর্থক। অনেকেই যুবভারতী সংলগ্ন এলাকার স্থানীয় বাসিন্দা। তাঁরা যাতে রবিবার গ্যালারিতে থেকে মোহনবাগানের (Mohun Bagan) জন্য গলা ফাটাতে পারেন, তার ব্যবস্থা করে দিলেন হুগো। মোহনবাগান অনুশীলন শেষে নিজের পকেট থেকে ২৫ হাজার টাকা দিয়ে ভক্তদের জন্য সাড়ে পাঁচশো টিকিটের ব্যবস্থা করে দিলেন সবুজ-মেরুনের (Mohun Bagan) ফরাসি তারকা। দলের কিট ম্যানেজার অনির্বাণ বিশ্বাসকে হুগো বলেন, অপেক্ষায় থাকা সমর্থকদের কাছে টিকিট বণ্টন করে দিতে। ম্যাচের টিকিট হাতে পেয়ে দারুণ খুশি সমর্থকরা। দু’বছর পর যুবভারতীতে ভক্তদের সামনে খেলার সুযোগ পাচ্ছেন রয় কৃষ্ণ, প্রীতম কোটালরা। কলকাতায় সমর্থকদের আবেগ দেখে হুগোরা বুঝতে পারছেন, এতদিন এই সমর্থন, আবেগেরই অভাববোধ করেছেন। রবিবার সকালের ফ্লাইটেই শহরে পৌঁছে যায় শ্রীলঙ্কার দলটি। সন্ধ্যায় যুবভারতী সংলগ্ন প্র্যাকটিস গ্রাউন্ডে লঙ্কা ফুটবলাররা অনুশীলন সারেন। পাশের মাঠেই অনুশীলন করেন কৃষ্ণরা। এদিকে, এএফসি কাপের দলে নির্বাচিত হয়েছেন বাংলার তরুণ ফুটবলার ফারদিন আলি মোল্লা।