নেপলস : গত বছরের ২৫ নভেম্বর হৃদ্রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন দিয়েগো মারাদোনা (Diego Maradona)। বছর ঘুরতে না ঘুরতেই সেই হৃদ্রোগের শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন আর্জেন্টাইন কিংবদন্তির ছোট ভাই হুগো মারাদোনা (Hugo Maradona)। মঙ্গলবার রাতে ইতালির নেপলস শহরে নিজের বাড়িতেই মৃত্যু হয় ৫২ বছর বয়সি হুগোর (Hugo Maradona)। প্রসঙ্গত, দাদার মতো বড় মাপের ফুটবলার না হলেও, হুগো আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৬ দলের সদস্য ছিলেন। ১৯৮৭ সালে মারাদোনার অনুরোধে হুগোকে সই করিয়েছিল নাপোলি। এরপর অবশ্য লোনে তিনি যোগ দেন ইতালির আরেক ক্লাব আস্কোলিতে। এছাড়া রায়ো ভায়োকানো, র্যাপিড ভিয়েনার মতো নামী ক্লাবের হয়েও খেলেছেন হুগো। তবে খেলা ছাড়ার পর তিনি পাকাপাকিভাবে নেপলস শহরেই বাস করতেন।
আরও পড়ুন-বোলারদের হাতে সেঞ্চুরিয়নের জয়