সংবাদদাতা, বারাকপুর : ফের রাজ্য পুলিশের মানবিক রূপ। দেরি হয়ে যাওয়া প্রতিবন্ধী পরীক্ষার্থীকে গাড়ি করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন পুলিশ আধিকারিকেরা। নিমতা থানার পুলিশের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন ওই ছাত্র এবং তার পরিবার।
আরও পড়ুন-স্কুলের পোশাক দেওয়া শুরু হবে অষ্টম শ্রেণি পর্যন্ত! কবে থেকে?
জানা গিয়েছে, নিমতা থানার বিরাটির দেবীনগরের বাসিন্দা প্রতিবন্ধী ওই ছাত্রের নাম বিপ্লব বিশ্বাস। উত্তর দমদম বিদ্যাপীঠ ফর বয়েজের ছাত্র সে। সোমবার ছিল উচ্চমাধ্যমিকের প্রথম পরীক্ষা। তার পরীক্ষার সিট পড়েছিল নিমতা হাইস্কুলে। সকাল দশটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের ঢোকার কথা থাকলেও সকাল ৯টা ৫৫ মিনিটেও ওই ছাত্রের লোকেশন ছিল বিরাটি কলেজ। টোটোতে চেপে বাবার সঙ্গে সে যাচ্ছিল। সেখানে কর্তব্যরত অবস্থায় ছিলেন নিমতা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় কুণ্ডু-সহ পুলিশ কর্মীরা। বিরাটি কলেজ থেকে নিমতা হাইস্কুল যেতে টোটোতে প্রায় কুড়ি মিনিট সময় লেগে যাবে। ফলে বিপ্লবের পক্ষে নির্দিষ্ট সময়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা অসম্ভব। বুঝতে পেরেই সঞ্জয় কুণ্ডুর নির্দেশে তাঁর গাড়িতে বিপ্লব ও তার বাবাকে চাপিয়ে দুই ট্রাফিক হোমগার্ড রাজা দাস এবং অরূপ দাস পরীক্ষাকেন্দ্রে নির্দিষ্ট সময়ের মধ্যেই পৌঁছে দেয়। পুলিশের এই সহযোগিতায় তাঁদের ধন্যবাদ জানাতে ভোলেননি ওই পরীক্ষার্থী এবং তাঁর বাবা।
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…