সংবাদদাতা, এগরা : বঙ্গোপসাগরে ঘণীভূত নিম্নচাপের ফলে অতিবর্ষণ হয়েছে বিভিন্ন জেলায়। মেদিনীপুর জেলার এগরা মহকুমার বিস্তীর্ণ এলাকাও এই অতিবৃষ্টির কারণে ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়ে। গ্রামীণ এলাকার বহু ধান-জমি জলের তলায়। ফলে চাষের হাল খারাপ। জলবন্দি হয়ে পড়েছেন বহু গ্রামবাসী। এর উপর আবার কেলেঘাই নদীর বর্তমান পরিস্থিতি ক্রমশ ঘোরাল হয়ে উঠছে।
আরও পড়ুন-আলিপুরদুয়ার হবে সেরা পর্যটন-জেলা
এই কঠিন পরিস্থিতিতে গ্রামবাসীদের দুয়ারে পৌঁছে গেল পুলিশ প্রশাসন। এলাকার মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল এগরা থানার পুলিশ। এগরার জুমকি ও খাগদা পঞ্চায়েত এলাকায় বহু জলবন্দি পরিবারের হাতে তারা তুলে দিল চাল। স্থানীয় পঞ্চায়েত কর্তাদের উপস্থিতিতে বৃহস্পতিবার এই সব এলাকায় পৌঁছে যায় এগরা পুলিশ। সেখানে গিয়ে তারা দুর্গত মানুষদের মধ্যে চাল বিলি করে। এগরা পুলিশের মানবিক মুখ দেখে অত্যন্ত খুশি এলাকাবাসী। তাঁরা পুলিশের এই ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এগরা থানার আইসি মৌসম বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আইনের শাসন বলবৎ করা যেমন পুলিশের কাজ, তেমনই অসহায় মানুষের পাশে দাঁড়ানোও পুলিশের নৈতিক কর্তব্য। তাই মানবিকতার খাতিরেই আমরা এলাকার জলবন্দি মানষদের জন্য কিছু করতে এগিয়ে এসেছি।’