সেতু তৈরির জমি-ভিক্ষায় দাতাদের দুয়ারে ড. হুমায়ুন

সেতু তৈরির দাবি দীর্ঘদিনের। তার জন্য জমি চাই। সেই জমির জন্য জমিদাতাদের দুয়ারে দুয়ারে গিয়ে জমি-ভিক্ষা চাইছেন বিধায়ক।

Must read

সংবাদদাতা, ডেবরা : সেতু তৈরির দাবি দীর্ঘদিনের। তার জন্য জমি চাই। সেই জমির জন্য জমিদাতাদের দুয়ারে দুয়ারে গিয়ে জমি-ভিক্ষা চাইছেন বিধায়ক। আবেদন জানাচ্ছেন, সেতু তৈরির জন্য আপনারা সরকারকে জমি দিন। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের টাবাগেড়িয়া এলাকায় কাঁসাই নদীর ওপর সেতু তৈরির ক্ষেত্রে সবুজ সঙ্কেত দিয়েছে নবান্ন।

আরও পড়ুন-প্রয়াত পরিচালক শ্যাম বেনেগাল, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

এই সেতু হলে ডেববার দুটি গ্রামপঞ্চায়েত ছাড়াও একাধিক ব্লকের মানুষজনের যাতায়াতে অনেক সুবিধা হবে। ২০২১-এ বিধানসভায় জয়লাভ করার পর থেকেই এই সেতু তৈরির জন্য উদ্যোগী হন ডেবরার বিধায়ক ড. হুমায়ুন কবির। সঙ্গে ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া, শিক্ষা কর্মাধ্যক্ষ, বিদায়ী প্রতিনিধি বিবেকানন্দ মুখোপাধ্যায় প্রমুখ। সেতুর নকশা, ডিপিআর, জমিদাতাদের চিহ্নিতকরণ— সবই হয়ে গিয়েছে। বর্তমানে মূল সমস্যা জমি অধিগ্রহণ। পূর্ত দফতর জানিয়েছে, ৮০ শতাংশ জমিদাতা উদ্যোগী হলেই কাজ শুরুর অনুমতি চলে আসবে। বিধায়ক জানান, ৮০ শতাংশের মধ্যে ৬০ শতাংশ মানুষ জমি দেবেন লিখে দিয়েছেন। ২০ শতাংশের জন্য গতকাল এবং আজ জমিমালিকদের দুয়ারে দুয়ারে গিয়ে আবেদন করছি। প্রাপ্য টাকার চেয়েও বেশি টাকা দেবে সরকার। প্রয়োজনে জায়গার পরিবর্তে জায়গা দেবে। আমরা আবেদন করছি ব্রিজ তৈরির জন্য সরকারকে জায়গা দিন। এটা হলে বহু মানুষ উপকৃত হবে।

Latest article