প্রতিবেদন : দলবদলু গদ্দার অধিকারীর মিথ্যাচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করলেন ডেবরার তৃণমূল বিধায়ক ড. হুমায়ুন কবির (Humayun Kabir)। সোমবার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনে ডেবরার বিধায়ককে কালিমালিপ্ত করার চেষ্টা করে গদ্দার নেতা।
আরও পড়ুন-বেহাল বারাণসী, এই তো মোদির গ্যারান্টি, করুণ ছবি মধ্যপ্রদেশেও
কিন্তু এই মিথ্যাচার ফাঁস করে দিয়ে দলবদলু নেতাকে ধুইয়ে দিলেন বিধায়ক। সাংবাদিক বৈঠকে হুমায়ুন কবির বলেন, দলকে সবটা জানিয়েছি। এই মিথ্যাচার ও সম্মানহানির জন্য আমি ওর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। এর আগেও তৃণমূলের অনেকের বিরুদ্ধে মিথ্যাচার করলেও কোনও প্রমাণ দিতে পারেনি গদ্দার।