শতাধিক হাতি একাধিক দলে ভাগ হয়ে হানা দিয়েছে জলপাইগুড়ির দুধিয়ার চরে। তিস্তা নদীর চরে সেই হাতির দলকে তাড়াতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের। বৃহস্পতিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে। কয়েকদিন ধরেই হাতির হানায় এলাকাবাসীর ঘুম উড়েছিল। বনদফতরের কর্মীদের সঙ্গে গ্রামবাসীরাও হাতি তাড়ানো অভিযানে শামিল হয়েছিলেন। সেই হাতির দলকে তাড়িয়ে ফেরার পথেই মৃত্যু হল দুই গ্রামবাসীর। অন্য একটি দলের হাতির হানায় তাঁদের মৃত্যু হল। মৃতদের নাম তুষার দাস ও নারায়ণ দাস।
আরও পড়ুন-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, পুঞ্চে নিহত-আহতদের পরিবারকে সমবেদনা তৃণমূল প্রতিনিধি দলের
বুধবার রাতে হাতির দল হানা দেয় বৈকুন্ঠপুর জঙ্গল সংলগ্ন দুধিয়ার চর, টাকিমারি এলাকায়। সেই হাতির দলকে তাড়িয়ে ভোররাতে ফেরার পথে অন্য হাতির দলের সামনে পড়ে যান তুষার ও নারায়ণ। পা দিয়ে তাদের পিষে দেয় হাতি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ১৪ মে হাতির পায়ে পিষ্ট হয়ে প্রাণ গিয়েছিল কেরল থেকে ফেরা পরিযায়ী শ্রমিকের। তারপর থেকেই বনদফতরের কর্মীরা কড়া নজরদারি চালাচ্ছিলেন। তারপরেও বৃহস্পতিবার ভোররাতে অঘটন ঘটে গেল। শতাধিক হাতি বিভিন্ন দলে ভাগ হয়ে এলাকায় ঢুকে পড়াতেই বিপত্তি বলে জানানো হয়েছে বনদফতরের তরফে।