প্রতিবেদন : নতুন বছরেও শেষ হচ্ছে না রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। আগামী ২৪ ফেব্রুয়ারি দু’বছর হবে এই যুদ্ধের। দীর্ঘ রক্তক্ষয়ী বিবাদের কূটনৈতিক মীমাংসার সূত্র এখনও অধরা। এমন আবহেই এবার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন নেপালের বিদেশমন্ত্রী নারায়ণ প্রকাশ সৌদ। তিনি জানিয়েছেন, যুদ্ধের শুরুর সময় থেকে বিভিন্ন সময়ে নেপালিরা রুশ সেনাবাহিনীতে (Nepal- Russia) যোগ দিয়েছিলেন। কিন্তু তাঁদের মধ্যে প্রায় ১০০ জন নেপালির বর্তমানে কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। পাশাপাশি আহত হয়েছেন অনেকেই। এই অভিযোগ রাশিয়ার বিদেশমন্ত্রকেও জানিয়েছেন নেপালের বিদেশমন্ত্রী সৌদ। এই বিষয়ে অবিলম্বে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হস্তক্ষেপ ও সাহায্য চেয়েছেন তিনি।
অন্য দেশের যুদ্ধে গিয়ে নিখোঁজ হওয়ার বিষয়ে সৌদ বলেন, রুশ সেনাবাহিনীতে (Nepal- Russia) যোগ দেওয়া নেপালি নাগরিকদের মধ্যে প্রায় ১০০ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। এছাড়া রুশ সেনায় যোগ দেওয়া সাতজন নেপালি প্রাণ হারিয়েছেন বলে খবর। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে আলোচনার জন্য নেপালে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে বিদেশ মন্ত্রণালয়ে ডাকা হয়েছিল। কিন্তু সেই সম্পর্কে কোনও সঠিক তথ্য দিতে পারেনি রাশিয়ার মন্ত্রণালয়। নেপালের বিদেশমন্ত্রী এরপরই আশঙ্কাপ্রকাশ করে বলেন, রুশ সেনাবাহিনীতে যোগদানকারী নেপালিদের সংখ্যা এর চেয়ে আরও বেশি হতে পারে। শুধু তাই নয়, রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে কমপক্ষে চার নেপালি ইউক্রেনের হাতে যুদ্ধবন্দি হয়েছেন বলে খবর। এবার সেই নেপালিদের ফিরিয়ে আনতেই রুশ প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে নেপাল সরকার। এমনকী ইউক্রেনের সঙ্গেও এ-বিষয়ে বিস্তারিত কথা বলতে চায় নেপাল সরকার। ২০২২ সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে শুরু হলেও এখনও দু’দেশের মধ্যে তুমুল লড়াই চলছে। যুদ্ধের জেরে এখনও পর্যন্ত ঠিক কতজন মানুষ প্রাণ হারিয়েছেন তা বলা কার্যত অসম্ভব। অসংখ্য হতাহতের মধ্যে থেকে কীভাবে ১০০ নেপালির খোঁজ মিলবে তা নিয়েও বিরাট প্রশ্ন।
আরও পড়ুন- ইন্ডিয়া জোটের আহ্বায়ক হতে পারেন নীতীশ
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…