এবার বাংলার সীমানা ছাড়িয়ে ভিন রাজ্যেও প্রভাব বিস্তার করছে তৃণমূল। আর তার আঁচ বুঝেই ২১ জুলাইয়েই আগে বিভিন্ন জায়গায় ১৪৪ ধারা জারি করেছে ত্রিপুরা সরকার। শহিদ দিবস পালন করতে গিয়ে ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগে ত্রিপুরাতে গ্রেফতার করা হয়েছে শতাধিক তৃণমূলকর্মী। একুশে জুলাইয়ের আগে ত্রিপুরায় তৃণমূলের উপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, কৈলাস নগরে তৃণমূল নেতা আশিসলাল সিংয়ের উপর হামলা হয়। ঘটনায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও পুলিশ কমপক্ষে ১০০ জন কর্মী-সমর্থককে গ্রেফতার করেছে বলে অভিযোগ। এভাবে তৃণমূলের মনোবল ভেঙে দেওয়া যাবে না বলে মন্তব্য করেন তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
আরও পড়ুন-অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলবে তৃণমূল: শহিদ স্মরণে টুইটে লিখলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
আগেই এই অনুষ্ঠান পালনের অনুমতি দেয়নি জেলা প্রশাসনের। তাই পরিকল্পনা সত্ত্বেও ত্রিপুরায় একুশে জুলাই পালন করতে গিয়ে সমস্যায় পড়েছে মুখে তৃণমূল৷ পরিকল্পনা ছিল, আগরতলা-সহ বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিন বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনানো হবে৷ কিন্তু জেলাশাসকের অনুমতি না মেলায় জায়ান্ট স্ক্রিন বসানোও সম্ভব হচ্ছে না৷ ত্রিপুরায় বেলা ২টো থেকে করোনা বিধিনিষেধের কারণে কার্ফু জারি হয়ে যায়, তাই সমস্যায় তৃণমূল৷ জায়ান্ট স্ক্রিন ব্যবহারে বাধা পেলে প্রজেক্টর ব্যবহার করতে পারেন তারা।
এবার ২১ জুলাই পালনে ত্রিপুরাকে আলাদা গুরুত্ব দিয়েছে তৃণমূল। আর সেটা বুঝেই বিজেপি চাপ বাড়াচ্ছে বলে মত রাজনৈতিক মহলের।