ঠাকুরনগরে অনশন

Must read

সংবাদদাতা, বনগাঁ : পূর্ব ঘোষণামতো বুধবার এসআইআরের প্রতিবাদে ঠাকুরনগরে আমরণ অনশনে বসলেন সর্বভারতীয় মতুয়া (SIR_Matua) মহাসংঘের সদস্যরা। দিল্লি থেকে ভার্চুয়ালি আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরুর ঘোষণা করলেন ঠাকুরবাড়ির সংঘাধিপতি তথা তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। মমতাবালা ঠাকুর ও তাঁর অনুগামী মতুয়াদের দাবি, ২০২৪ সাল পর্যন্ত ভারতে স্থায়ীভাবে বসবাসকারী মতুয়া-সহ দেশ ভাগের বলি ছিন্নমূল উদ্বাস্তু মতুয়াদের (SIR_Matua) ভোটাধিকার দিতে হবে এবং নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। সেই দাবিকে সামনে রেখে এদিন থেকে ঠাকুরবাড়িতে প্রয়াত বড় মা-র ঘরের সামনে আমরণ অনশন শুরু করলেন মতুয়া মহাসংঘের সদস্যরা।

আরও পড়ুন- আসানসোল জেলা হাসপাতালে শিশুদের ডায়াবেটিস ইউনিট চালু

Latest article