টাকিতে ভেষজ উদ্যান

Must read

সুমন তালুকদার, বারাসত : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়ে চলছে সবুজায়নের কাজ। তারই অঙ্গ হিসেবে জেলা পরিষদের সহযোগিতায় উত্তর ২৪ পরগনা জেলায় হতে চলেছে প্রথম ‘হারবাল মেডিসিনাল পার্ক’।

জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদের উদ্যোগে এই নতুন কর্মযজ্ঞের প্রাথমিক কাজ শুরু হয়েছে। ঠিক হয়েছে বসিরহাট মহকুমার টাকি (Taki)  পর্যটন কেন্দ্র এলাকার সরকারি জমিতে তৈরি করা হবে এই পার্ক। সেইমতো বসিরহাট ১ নম্বর ব্লকের বিএলআরওকে নির্দেশ দেওয়া হয়েছে জমির ব্যবস্থা করতে। আপাতত ৫ বিঘা জমির উপরে এই পার্ক গড়ে তোলা হবে।

আরও পড়ুন – ৬৪ চা-বাগানের ক্রেশ উন্নয়নে জেলা প্রশাসন 

পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী আয়তন বাড়ানো হবে বলে প্রশাসন ও জেলা পরিষদ সূত্রে জানা গেছে। এই পার্ক যেমন টাকি (Taki) পর্যটন এলাকার গুরুত্ব বাড়াবে, তেমনই সাধারণ মানুষের মনোরঞ্জনের পাশাপাশি সবুজায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্যও রক্ষা করবে।

Latest article