পার্লারে ভুরু ঠিক করতে গিয়ে বিপাকে স্ত্রী। খবর পেয়ে পার্লারে ছুটে গিয়ে স্ত্রীর বিনুনি কেটে দিলেন স্বামী। উত্তরপ্রদেশের (UttarPradesh) হরদোইতে ঘটেছে এমন ঘটনা। পরিবার সূত্রে খবর, পণের দাবিতে শ্বশুরবাড়িতে অনেকদিন ধরেই চলছিল অশান্তি। তাই মেয়েকে বাড়ি নিয়ে এসেছিলেন তিনি। কিন্তু সেখানেও নিস্তার নেই। অযাচিত ভাবেই সেখানে চড়াও হন জামাই। একবছর আগে রাধাকৃষ্ণ নামের এক ভদ্রলোকের মেয়ের সঙ্গে বিয়ে হয় রামপ্রতাপের। শনিবার অর্থাৎ রামপ্রতাপকে গ্রেফতার করে পুলিশ। তিনি পার্লারে ঢুকে স্ত্রীর বিনুনি কেটে দেন বলে অভিযোগ। মেয়েটির বাবা ইতিমধ্যেই পণের জন্য হেনস্থার মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন-পরিকাঠামো উন্নয়নে লক্ষ্য পেরিয়ে রাজ্যে সেরা জেলা কৃষি দফতর
এক বছর আগে বিয়ে হয় তাদের তবে পণ সংক্রান্ত দাবিদাওয়া কোনমতেই থামছিল না। একের পর এক দাবি চলছিলই। শ্বশুরবাড়ির লোকজন ফ্রিজ, কুলার ও অন্যান্য জিনিসের জন্য মেয়েকে চাপ দিচ্ছিল। লাগাতার হেনস্থা করা হচ্ছিল। এক সপ্তাহ আগে তাই মেয়েকে বাড়িতে নিয়ে আসেন তিনি। কিন্তু শনিবার বাড়ির সামনেই একটি বিউটি পার্লারে ভুরু ঠিক করাতে যান মেয়েটি। সেই সময় তার স্বামী রামপ্রতাপ পার্লারে চড়াও হন এবং চুলের বিনুনি কেটে দেন।
আরও পড়ুন-ইস্টবেঙ্গলের তথ্যচিত্র উদ্বোধনে মুখ্যমন্ত্রী
মেয়েটির বাবার অভিযোগ পণের জন্যই রাগে প্রতিহিংসাপরায়ণ হয়েই মেয়ের বিনুনি কেটে দিয়েছে জামাই। স্থানীয়রা জানিয়েছে স্ত্রীর বিউটি পার্লারে যাওয়া পছন্দ হয়নি রামপ্রতাপের তাই সেই রাগেই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি।