স্ত্রীর মৃত্যুর ঘটনা নিয়ে বয়ানে একাধিক অসঙ্গতি মেলায় এবার দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় (Maheshtala) শিল্পী বিবির খুনের ঘটনায় তাঁর স্বামী নাসির আলিকে গ্রেফতার করেছে পুলিশ। মেয়ের খুনের অভিযোগে শিল্পীর স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাঁর পরিবার।
আরও পড়ুন-অ্যাপলের নতুন অপারেশনস প্রধান ভারতীয় বংশোদ্ভূত সাবিহ খান
একটি ফোন পেয়ে শনিবার গভীর রাতে বাড়ি থেকে বেরিয়ে যান মহেশতলার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর চৌত্রিশের শিল্পী। কিছুক্ষণ পরে বাড়ি কাছেই গলি থেকেই পেশায় নার্স শিল্পীর গলায় ওড়না প্যাঁচানো দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তে খুনের প্রমাণ মেলে। ঘটনায় নাসির আলির বিরুদ্ধে অভিযোগের করে মৃতার বাপের বাড়ি। শিল্পীর ভাই শেখ সাহাবুদ্দিন জানান, শনিবার রাতে দিদির শ্বশুরবাড়ির লোকজন তাঁদের ফোন করে জানান, কারও একটা ফোন পেয়ে শিল্পী বাড়ি থেকে বেরিয়েছেন। ফোনে শিল্পীকে বলা হয়, তাঁর স্বামীকে কেউ বা কারা মারধর করেছে। কিন্তু নাসিরজানান, সে রকম কিছুই ঘটেনি। তার পরেও নাসির ঘরে না-ফেরায় তাঁকে খুঁজতে বেরোন স্ত্রী।
আরও পড়ুন-কলকাতা পুলিশের বড় সাফল্য, কানাডা পাঠানোর আগেই উদ্ধার অপহৃত পাঁচ গুজরাতি
জিজ্ঞাসাবাদের মুখে মৃতার স্বামী যে বয়ান দেন, তাতে একাধিক অসঙ্গতি রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। নাসির বলেন, শিল্পীর দেহ উদ্ধারের সময়ে তাঁর গলার চেন ছাড়া গায়ে থাকা বাকি গয়না ঠিক ছিল। এর পরেই নাসিরকে গ্রেফতার করে পুলিশ।