প্রতিবেদন: হরিদ্বারে ভস্ম বিসর্জন দিতে যাওয়ার পথে মর্মান্তিক মৃত্যু স্বামী-স্ত্রী এবং ৫ বছরের ছেলের। ছুটির সকালে ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী হল রাজস্থান৷ দিল্লি-মুম্বই জাতীয় সড়কে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ৩ জন। জখম হয়েছেন আরও ৫ জন। দুর্ঘটনাস্থল রাজস্থানের দৌসা জেলার বান্দিকুই এলাকা৷ একটি ষাঁড়কে বাঁচাতে গিয়েই এই দুর্ঘটনা।
আরও পড়ুন-আজ চতুর্থ দফায় ৯৬ কেন্দ্রে ভোট
বান্দিকুই থানার ওসি সুরেন্দ্র মালিক জানালেন, ভস্ম বিসর্জনের জন্য আহমেদাবাদ থেকে হরিদ্বার যাচ্ছিল গাড়িটি৷ পরিবারের মোট ৮ জন ছিলেন ওই গাড়িতে৷ ভোর ৫টা নাগাদ উনাবদা গ্রামের কাছে গাড়ির সামনে একটি ষাঁড় চলে আসে৷ ষাঁড়টিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িতে ধাক্কা মারে সেটি৷ দুর্ঘটনার পর আতঙ্কিত হয়ে গাড়ির বাইরে নেমে দাঁড়ান কয়েকজন৷ সেই সময় পেছন থেকে একটি ট্রাক এসে পিষে চলে যায় সকলকে৷ ঘটনাস্থলেই মারা যান হংসমুখ কান্তিলাল মাকওয়ানা (৩২), স্ত্রী সীমা মাকওয়ানা (৩০) এবং তাঁদের ৫ বছরের ছেলে মোহন৷ গুরুতর আহত হন ৩ বছরের দুই শিশু-সহ আরও ৫ জন৷ দুর্ঘটনার পর লরি ছেড়ে পালিয়ে যান চালক৷