বঙ্গ

বিকল্প হিসেবে লালবাগে জনপ্রিয় হয়ে উঠেছে সংকর প্রজাতির কুলচাষ

সংবাদদাতা, লালবাগ : গত কয়েক বছরের মধ্যে বিকল্প হিসেবে লালবাগ মহকুমায় জনপ্রিয় হয়ে উঠেছে সংকর প্রজাতির কুলচাষ। ঝুঁকি কম ও লাভজনক হওয়ায় এই চাষে কৃষকদের আগ্রহ ক্রমশ বাড়ছে। লালবাগ মহকুমার ভগবানগোলা, লালগোলা থানার বিভিন্ন এলাকায় ভারতসুন্দরী, আপেল, এলাচ ও চেরি এই চার ধরনের সংকর প্রজাতির কুলচাষ হচ্ছে। ইতিমধ্যে অর্থকরী ফসল হিসেবে চাষিদের কাছে জনপ্রিয়ও হয়ে উঠেছে। চিরাচরিত ধান, পাট, গম ও সবজিচাষের পাশাপাশি ভাগ্য ফেরাতে নতুন করে কুলচাষ শুরু করছেন চাষিরা।

আরও পড়ুন-সুন্দরবনের উপকূল রক্ষায় ৪১০০ কোটি টাকার ‘শোর’ প্রকল্প, প্রযুক্তিগত সহায়তায় নেদারল্যান্ডস

মুর্শিদাবাদ জেলা উদ্যানপালন দফতরের এক কর্তা বলেন, গত কয়েক বছরে আপেল, ভারতসুন্দরী প্রভৃতি সংকর প্রজাতির কুল প্রথম থেকে বাজার দখল করে নেয়। রঙ ও সাইজের জন্য ক্রেতারা সহজেই আকৃষ্ট হন। প্রথম বছরে খরচ একটু বেশি হলেও পরবর্তী বছরে খরচ অর্ধেকেরও কম হয়। আবহাওয়ার হেরফেরে ফলন কম হলেও ক্ষতির সম্ভাবনা নেই বললেই চলে। ঠিকমতো পরিচর্চা করলে একটি গাছ থেকে ১০-১২ বছর পর্যন্ত ফলন মেলে। কুলচাষিরা বলেন, প্রথম বছর এক বিঘা জমিতে ১০-১২ ফুট অন্তর প্রায় ১৫০টি কলম চারা লাগানো হয়। কলম, জলসেচ, কীটনাশক, লেবার-সহ খবচ হয় ৩০-৩৫ হাজার টাকা। তবে পরের বছর থেকে খরচ কমে দাঁড়ায় বিঘা-প্রতি ১০-১৫ হাজার টাকা। প্রথম বছর প্রতি গাছ থেকে মেলে ২০-২৫ কেজি কুল। পরের বছর থেকে প্রতিটি গাছ থেকে ৭৫-৮০ কেজি ফল পাওয়া যায়। মুর্শিদাবাদের কুর্মিটোলার বিশ্বনাথ বিশ্বাস পাঁচ বছর ধরে সাড়ে তিন বিঘা জমিতে এই কুল চাষ করছেন। তিনি বলেন, প্রথম দিকে আমদানি কম থাকায় পাইকারি বাজারে প্রতি কেজি কুলের দাম ২৫-৩০ টাকা করে পেয়েছি। পরে জোগান বাড়ায় তা ১০-১৫ টাকা কেজিতে নেমে আসে। তা সত্ত্বেও এক বিঘা জমিতে কুলচাষ করে ৩৫-৪০ হাজার টাকা লাভ হয়।

Jago Bangla

Recent Posts

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

5 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

10 hours ago