পাশে আছি, পুরমন্ত্রীর ফোন থেকে আবাসিকদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের মোবাইল থেকে হাওড়ার এক বহুতলের আবাসিকদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

সংবাদদাতা, হাওড়া : পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের মোবাইল থেকে হাওড়ার এক বহুতলের আবাসিকদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে মধ্য হাওড়ার ওই বহুতলের আবাসিকদের সঙ্গে আলাপচারিতায় বসেছিলেন ফিরহাদ হাকিম। ছিলেন হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী অরূপ রায়, বিধায়ক নন্দিতা চৌধুরী, ডাঃ রানা চট্টোপাধ্যায়, গৌতম চৌধুরী, বিবেক গুপ্ত-সহ আরও অনেকে। বৈঠক চলাকালীন পুরমন্ত্রী মোবাইল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর রোড শোয়ের পর উদ্দীপ্ত তৃণমূল শিবির

পুরমন্ত্রীর ফোন থেকে আবাসিকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, হাওড়া শহরের বহুতলের বাসিন্দাদের পাশে আমরা রয়েছি। আমরা কখনও বাঙালি-অবাঙালি বিভেদ করি না। সবার পাশে সবসময় থাকি। আমাদের মন্ত্রী ও বিধায়করা সবসময় আপনাদের সঙ্গে যোগাযোগ রাখেন। সেখানে উপস্থিত অবাঙালি আবাসিকরাও তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রীকে জানিয়ে দেন, আমরাও আপনার সঙ্গে আছি, বাংলা-বিরোধী সঙ্গে নয়। আমাদের তিন-চার পুরুষ হাওড়াতে রয়েছেন। তাই আমরাও সবাই বাঙালি। বৈঠকে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, রাজ্য সরকার হাওড়া শহরের বহুতলের আবাসিকদের সবসময় সবরকমের সাহায্য করেন। যেকোনও বিপদে-আপদে আমরা এখানকার সমস্ত আবাসিকদের পাশে থাকি। তাঁরাও আমাদের পাশেই রয়েছেন। অবাঙালি ভোটাররা তৃণমূলকে আপন করে নিয়েছে। বৈঠকে একাধিক আবাসনের প্রায় পাঁচশোর বেশি আবাসিক উপস্থিত ছিলেন।

Latest article