প্রতিবেদন : ফুটবলের বরপুত্র লিওনেল মেসির শহরে পা রাখার অপেক্ষায় প্রহর গুণছেন ভক্তরা। সেই কলকাতা এবং যুবভারতীতেই দ্বিতীয়বার মেসির পা রাখার মাহেন্দ্রক্ষণ সামনে। শুক্রবার রাত দেড়টা নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করবেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি। মেসির সম্মানে যুবভারতীতে ১ ঘণ্টা ২০ মিনিটের ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’-এর কলকাতা পর্ব নিয়ে উন্মাদনা তুঙ্গে শহরের ফুটবলপ্রেমীদের। উন্মাদনার পারদ বৃহস্পতিবার আরও বাড়িয়ে দিলেন বলিউডের বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)। শনিবাসরীয় মেসির মঞ্চে থাকার কথা নিজেই জানিয়ে দিলেন কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার।
গোট কনসার্টে ফুটবল, ক্রিকেট, টেনিস আর বলিউড মিলে যাচ্ছে। থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, লিয়েন্ডার পেজ, বাইচুং ভুটিয়ারা। এদিন কিং খান নিজেই সমাজমাধ্যমে জানিয়ে দিলেন, মেসি রাইডের অপেক্ষায় তিনি। ফুটবলের ঈশ্বরের সঙ্গে বাদশা-দর্শন কলকাতাবাসীদের জন্য পরমপ্রাপ্তি হতে চলেছে। এদিন এক্স হ্যান্ডলে শাহরুখ (Shah Rukh Khan) লিখেছেন, ‘এবার কলকাতায় নাইট প্ল্যান করছি না। আশা করি, সেদিন শুধু হবে ‘মেসি রাইড’। ১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে দেখা হচ্ছে’।
আরও পড়ুন-তিন দিনের মেসি-নামা: মিয়ামি থেকে দুবাই, জেটল্যাগ কাটিয়ে রাত দেড়টায় শহরে
মেসি শো-এর টিকিটের চাহিদা আকাশছোঁয়া। যুবভারতীর দর্শকাসন বাড়িয়ে ৭৫ হাজার করা হয়েছে। বহুমূল্যের টিকিটও শেষ মুহূর্তে কাউন্টার থেকে কাটার ধুম ছিল গত কয়েক দিনে। যুবভারতীতে মেসির সামনে মোহনবাগান মেসি অলস্টার্স ও ডায়মন্ড হারবার মেসি অলস্টার্সের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচের পর আর্জেন্টাইন কিংবদন্তির হাতে বিশেষ উপহার তুলে দেবে মোহনবাগান ও ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। মোহনবাগান ১৯১১-র ঐতিহাসিক অমর একাদশনের জার্সি মেসির হাতে তুলে দেবে। জার্সিতে লেখা থাকবে মেসির নাম ও জার্সি নম্বর ১০। ডায়মন্ড হারবার জার্সির পাশাপাশি দেবে নানা উপহারের ডালি নিয়ে গিফট বক্স। প্রীতি ম্যাচে মোহনবাগানের হয়ে খেলবেন ব্যারেটো, দীপেন্দু বিশ্বাস, শিল্টন পালরা। কোচ মানস ভট্টাচার্য। ডায়মন্ড হারবারের হয়ে বিক্রমজিৎ সিং, অভিষেক দাসদের সঙ্গে খেলবেন কিট ম্যান, ট্রেনার, ফিজিও, টিম ম্যানেজারও।

