অন্যের কথাতেই লড়ছি

Must read

প্রতিবেদন : নিজের ইচ্ছায় নয়, বরং দলের অন্য নেতাদের কথাতেই তিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে লড়াই করছেন বলে চাঞ্চল্যকর মন্তব্য করলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক (Rishi Sunak)। ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রীর নির্বাচনে ক্রমেই পিছিয়ে পড়ছেন ঋষি। রাজনৈতিক মহলের অনুমান, প্রধানমন্ত্রীর কুরসি আধরাই থেকে যাবে ঋষির। প্রশ্ন উঠছে, দেশের প্রাক্তন অর্থমন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। একটি রেডিও শোয়ে ঋষি (Rishi Sunak) বলেছেন, সরকারে থেকে তিনি বুঝেছেন, অনেক সময় ইচ্ছা না থাকলেও অন্যদের কথায় সম্মতি দিতে হয়। এই বিষয়টি তাঁর কাছে বেশ গোলমেলে লেগেছে। ভবিষ্যতে তিনি আর এ ধরনের পরিস্থিতিতে পড়তে চান না। ঋষির এই মন্তব্যের পরেই প্রশ্ন উঠছে, তাহলে কি কনজারভেটিভ পার্টির সঙ্গেও ঋষি তাঁর সম্পর্ক চুকিয়ে দিতে চাইছেন? অনেকেই মনে করছেন, লিজা ট্রাসের নেতৃত্বাধীন ব্রিটেন সরকারে ঠাঁই হবে না ঋষির।

আরও পড়ুন: দায়িত্বে দোরাইস্বামী

Latest article