সোমবার কোচবিহারের উদ্দেশে রওনা দেওয়ার পথে বিমানবন্দর থেকে ফের একবার ‘বন্দে মাতরম’ ও বাংলা বিরোধী বিজেপিকে নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ক্ষোভপ্রকাশ করে বলেন, ”সবেতেই আপত্তি বিজেপির’’। তিনি বলেন, ‘‘রবীন্দ্রনাথ ঠাকুর বন্দে মাতরম কিছু অংশ চিহ্নিত করে গিয়েছিলেন। কিন্তু ওঁদের তো সবেতেই আপত্তি। জয় হিন্দে আপত্তি, বন্দে মাতরমে আপত্তি। কাল শুনলাম কেউ কেউ বলল নেতাজিকে আমরা পছন্দ করি না। ওনারা নেতাজি, গান্ধীজি, রাজা রামমোহন রায় কাউকেই পছন্দ করেন না। তাহলে কাকে করেন? কিভাবে এলেন ক্ষমতায় ওরা? যারা দেশের সম্পর্কে কিছুই জানে না তারা দেশকে প্রমান করে। নেতাজি, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগরকে অপমান করে। এরা জানে বাংলার অবদান?’’
আরও পড়ুন-‘বন্দেমাতরম’ আলোচনার আগেই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সংসদে প্রতিবাদ, সরব তৃণমূল
এরপরেই লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে আমন্ত্রণ রক্ষা না করার কথা জানতে চাইলে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, ”বিজেপির অনুষ্ঠানে আমি যাবো কি করে? আপনারাই বলুন এটা যদি নিরপেক্ষ অনুষ্ঠান হত আমি অবশ্যই যেতাম। কিন্তু আমি তো একটা দল করি, আমার তো একটা মতাদর্শ আছে! আমি সব ধর্ম, বর্ণ জাতিকে সম্মান করি। কিন্তু যেখানে বিজেপি সরাসরি জড়িত সেখানে আমি যাবো কি করে? যারা বলছে নেতাজিকে ঘৃণা করি, গান্ধীজিকে মানি না সেখানে আমি যেতে পারবো না। আমার বাবা মা, শিক্ষকরা আমাকে এই শিক্ষা দেয়নি, আমার বাংলার মাটি আমাকে এই শিক্ষা দেয়নি। যারা বাংলাকে অসম্মান করে, যারা বাংলা বিরোধী তাঁদের সাথে আমি নেই।”
প্রসঙ্গত, এদিন দুপুরে কোচবিহার পৌঁছে তিনি বিকেল ৪টে নাগাদ কোচবিহারের রবীন্দ্রভবনে প্রশাসনিক সভা করবেন। মঙ্গলবার রাসমেলা মাঠে রয়েছে তৃণমূল কংগ্রেসের বড় রাজনৈতিক সভা।

