রিয়াধ, ৪ ফেব্রুয়ারি : বুধবার চল্লিশে পা রাখবেন। তার আগেই জোড়া গোল করে আগাম জন্মদিন পালন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তাঁর দাপটে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সংযুক্ত আরব আমিরশাহির আল ওয়াসলকে ৪-০ গোলে হারিয়েছে আল নাসের।
২৫ মিনিটে আলি আলহাসানের গোলে এগিয়ে গিয়েছিল আল নাসের। প্রায় পঁচিশ গজ দূর থেকে জোরালো শটে জাল কাঁপান তিনি। বিরতির এক মিনিটে আগে পেনাল্টি থেকে ২-০ করেন রোনাল্ডো। ৭৮ মিনিটে সাদিও মানের ক্রস থেকে ফের হেডে গোল করে ব্যবধান ৩-০ করেছিলেন রোনাল্ডো। ৮৮ মিনিটে আল নাসেরের চতুর্থ গোলটি করেন মহম্মদ আল ফাতি।
আরও পড়ুন-অযোধ্যায় পিটিয়ে খুন দলিত নিরাপত্তাকর্মীকে
রোনাল্ডো এই নিয়ে চলতি মরশুমে আল নাসেরের জার্সিতে ২৫ ম্যাচে ২৩ গোল করে ফেললেন। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ ম্যাচে এটি তাঁর ছ’নম্বর গোল। সব মিলিয়ে কেরিয়ারের মোট গোলসংখ্যাকে বাড়িয়ে ৯২৩টিতে নিয়ে গেলেন পর্তুগিজ মহাতারকা। এদিকে, এক সাক্ষাৎকারে রোনাল্ডো দাবি করেছেন, ফুটবলের ইতিহাসে তিনিই সেরা ফুটবলার। তিনি বলেন, ‘‘মনে হয় আমিই সবথেকে কমপ্লিট ফুটবলার। ভক্তরা মেসিকে বেশি পছন্দ করে। ঠিক যেমনটা করে পেলে বা মারাদোনাকে। আমি ওঁদের সম্মান করি। কিন্তু ফুটবল ইতিহাসে আমিই সেরা। আমার থেকে ভাল কাউকে দেখিনি। এই কথা হৃদয় থেকে বলছি।’’ রোনাল্ডো আরও জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে খেলার প্রতিটি মুহূর্ত তাঁর কাছে দারুণ উপভোগ্য ছিল। তিনি বলেছেন, ‘‘আমি ন্যু ক্যাম্পে খেলতে ভালবাসতাম। বার্সেলোনা সমর্থকরা আমাকে ক্রমাগত বিদ্রুপ ও অপমান করলেও, সেগুলো উপভোগ করতাম।’’ রোনাল্ডো আরও জানান, স্পোর্টিং লিসবনে খেলার সময় তাঁকে সই করাতে আগ্রহী ছিল বার্সেলোনা। কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। তিনি যোগ দেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে।
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…