খেলা

ইগো নিয়ে ব্যাট করি না : বিরাট

বেঙ্গালুরু, ৯ এপ্রিল : ক্রিজে গিয়ে দলের স্বার্থে ব্যাটিং করেন। ইগো সমস্যায় ভোগেন না। আইপিএলের সম্প্রচারকারী টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সাফ জানালেন বিরাট কোহলি। তাঁর বক্তব্য, ‘‘আমার অভিধানে ইগো বা স্বার্থপরতার কোনও জায়গা নেই। যখন ব্যাট করি, তখন মাথায় একটাই চিন্তা থাকে, দলকে জেতানো। ব্যক্তিগত স্বার্থ বা রেকর্ড নিয়ে কোনও দিনই মাথা ঘামাইনি।’’

আরও পড়ুন-বিজেপির গুণ্ডাগিরিতে বন্ধ দিল্লি মাছবাজার, সরব মহুয়া

এই প্রসঙ্গে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির একটা ম্যাচকে উদাহরণ হিসাবে টেনে এনেছেন বিরাট। তিনি বলেন, ‘‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমার ও শ্রেয়স আইয়ারের মধ্যে কয়েকটা ভাল পার্টনারশিপ হয়েছিল। যখন শ্রেয়স ভাল খেলেছে, ও দায়িত্ব নিয়েছে। আবার যখন আমার ব্যাটে-বলে ভাল হয়েছে আমি দায়িত্ব নিয়েছি। আমাদের মধ্যে কোনও ব্যক্তিত্বের সংঘাত হয়নি।’’ বিরাটের সংযোজন, ‘‘সত্যি কথা বলতে কী, আমি কখনও ইগো সমস্যায় ভুগি না। কারও উপর প্রভাব খাটানোর চেষ্টা করি না। সব সময় চেষ্টা করি, ম্যাচের পরিস্থিতি এবং দলের স্বার্থের কথা মাথায় রেখে ব্যাট করতে। কারণ আমাদের সবার লক্ষ্য দলকে জেতানো। কখনও সফল হই। আবার কখনও ব্যর্থ। কিন্তু সব সময় একটা দল হিসাবেই খেলি।’’

আরও পড়ুন-প্রিয়াংশের মতোই ব্যাটিং চাই: শ্রেয়স

সাক্ষাৎকারে আরসিবি ড্রেসিংরুমে নিজের শুরুর দিকের অভিজ্ঞতারও স্মৃতিচারণ করেছেন বিরাট। তিনি বলেন, ‘‘প্রথম তিনটে বছর আরসিবির হয়ে টপ অর্ডারে ব্যাট করার সুযোগ পাইনি। লোয়ার অর্ডারে ব্যাট করতাম। ড্রেসিংরুমে রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, জাক কালিসদের দেখে মনে গত যেন স্বপ্নের জগতে আছি। শুরুর দুটো আইপিএল মরশুমে খুব একটা সাফল্য পাইনি। তবে ২০০৯ সাল থেকে চাকাটা ঘুরতে শুরু করে। ২০১০ সাল থেকে আমি ধারাবাহিকভাবে পারফর্ম করা শুরু করি। তিন নম্বরে নিয়মিত ব্যাট করা শুরু করি পরের বছর থেকে। দেখতে দেখতে ১৮ বছর কেটে গেল! কিন্তু মনে হয়, এই তো সেদিনের কথা।’’

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

11 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

19 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

44 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago