ইঞ্জেকশন নিয়ে উইম্বলডনে খেলতে চাই না : নাদাল

ব্যথা কমানোর জন্য প্রতিটি ম্যাচে কোর্টে নেমেছেন ইঞ্জেকশন নিয়ে। তবে শুধু ইঞ্জেকশনের উপরে নির্ভর করে উইম্বলডনে খেলতে রাজি নন নাদাল

Must read

প্যারিস, ৬ জুন : সদ্য কেরিয়ারের ১৪ নম্বর ফরাসি ওপেন ট্রফিটা জিতেছেন। রাফায়েল নাদালের পাখির চোখ এবার উইম্বলডন। কিন্তু বাঁ পায়ের চোট ভোগাচ্ছে স্প্যানিশ তারকাকে। এই চোট নিয়েই ফরাসি ওপেনে খেলেছেন। ব্যথা কমানোর জন্য প্রতিটি ম্যাচে কোর্টে নেমেছেন ইঞ্জেকশন নিয়ে। তবে শুধু ইঞ্জেকশনের উপরে নির্ভর করে উইম্বলডনে খেলতে রাজি নন নাদাল।

আরও পড়ুন-জোড়া গোলে রোনাল্ডো জেতালেন পর্তুগালকে

জোর জল্পনা ছিল, চোটে কাবু নাদাল ফরাসি ওপেনের পরেই টেনিসকে বিদায় জানাবেন। যদিও রবিবার রাতে ট্রফি হাতে নিয়ে রাফার প্রথম প্রতিক্রিয়াই ছিল, ‘‘লড়াইটা চালিয়ে যাব।’’ তবে টানা ইঞ্জেকশন নিয়ে খেলা চালিয়ে যাওয়া কতটা সম্ভব, তা নিয়ে নাদাল নিজেই ধন্দে রয়েছেন। তিনি বলছেন, ‘‘একটা পা কার্যত অবশ। এমন পরিস্থিতিতে কতদিন টানতে পারব সত্যিই জানি না।’’
চোট নিয়েই এবছর পরপর দু’টি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন নাদাল। তাঁর সামনে এবার ‘স্ল্যাম’ (একই মরশুমে চারটে গ্র্যান্ড স্ল্যাম ট্রফি) জয়ের হাতছানি। ২৭ জুন থেকে শুরু হচ্ছে উইম্বলডন। ২২টি গ্র্যান্ড স্ল্যাম খেতাবজয়ী স্প্যানিশ তারকা বলছেন, ‘‘উইম্বলডনে খেলার সুযোগ হারাতে চাই না। ওখানে খেলার জন্য আমি সব সময় তৈরি। কিন্তু যদি আমাকে প্রশ্ন করা হয়, এবারের উইম্বলডন খেলব কি না? তাহলে বলব, আমি নিশ্চিত নই।’’

আরও পড়ুন-ব্রাজিলের ত্রাতা সেই নেইমার

নাদালের বক্তব্য, ‘‘আমি উইম্বলডন ট্রফিটাও জিততে চাই। কিন্তু ইঞ্জেকশনের উপরে নির্ভর করে এই টুর্নামেন্ট খেলতে রাজি নই। এখানে (ফরাসি ওপেন) খেলার সময় নিয়মিত ইঞ্জেকশন নিতে হয়েছে। আবারও নিজেকে এই পরিস্থিতির মুখে ফেলতে চাই না। শুধু উইম্বলডনই নয়, ফিট না হলে এবছর আর কোনও গ্র্যান্ড স্ল্যামে সম্ভবত খেলব না। ’’

Latest article