মানসিক প্রস্তুতিতে জোর দিয়েছিলাম, ম্যাচের পর বিরাট

Must read

অলোক সরকার, রাঁচি
মানসিক প্রস্তুতি আর ম্যাচ উপভোগ করতে পারা। ঝাড়খণ্ড মাঠে ৫২তম ওডিআই সেঞ্চুরির রহস্য এভাবেই ফাঁস করলেন বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর বক্তব্য হল, আমি ৩০০ ওডিআই খেলে ফেলেছি। তাতে এটুকু বুঝেছি যে, তুমি যদি নেটে এক-দু’ঘণ্টা সময় দাও, তাহলেই বুঝে যাবে যে ম্যাচের জন্য তুমি কতটা উপযুক্ত।
খেলার পর বিরাট আরও বলছিলেন, পিচ প্রথম ২০-২৫ ওভার ভাল ছিল। তারপর স্লো হয়েছে। আমি তাই ভাল করে বল দেখে নিয়ে খেলাটা উপভোগ করতে চেয়েছিলাম। আসলে একবার ভাল শুরু করে দিতে পারলে অভিজ্ঞতা কিছু না কিছু সাহায্য করে দেয়। আমি কখনও বেশি প্রস্তুতি নেওয়ার পক্ষপাতী ছিলাম না। কিন্তু মানসিক ব্যাপারটায় জোর দিয়েছি। সেই সঙ্গে শারীরিক দিকেও নজর দিয়েছি। দেখেছি ফিটনেস লেবেল ঠিক থাকলে ব্যাটিং আগে থেকে আন্দাজ করে নেওয়া যায়।

আরও পড়ুন-আজ থেকে সংসদে এসআইআর ঝড়

এরপর বিরাট (Virat Kohli) বলেন, আমি রাঁচির পরিবেশকে কাজে লাগাতে চেয়েছিলাম। দেখে নিয়েছিলাম আগেই পুরো ব্যাপারটা। আমি যখন ম্যাচ নিয়ে আগে অনেকটা ভেবে ফেলি তখন আমার রানের খিদে আরও বেড়ে যায়। আমি আরও ক্ষিপ্র হয়ে উঠি। আমার মনে হয়েছিল এখানে অনেকটা রিল্যাক্সড হয়ে খেলতে পারব।
এদিকে, ব্যাটিং কোচ সীতাংশু কোটাক মিডিয়াকে পাল্টা তোপ দেগে বললেন, আপনারা দু’বছর পরের বিশ্বকাপ নিয়ে এখনই এত মাথা ঘামাচ্ছেন কেন? ওটা অনেক পরের ব্যাপার। এসব নিয়ে এখনই কথা ওঠা ঠিক নয়। কথাটা তিনি বললেন বিরাট-রোহিতের বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে। বললেন, এখানে বিরাট আর রোহিত অসাধারণ ব্যাট করল। ওরা এত অভিজ্ঞ। ব্যাটিং কোচের দাবি, পিচ পরে অনেক স্লো হয়ে গিয়েছিল। বল ব্যাটে আসছিল না। বিশেষ করে ২০-৪০ ওভারে ভীষণ স্লো হয়ে গিয়েছিল। তাই এখানে ৩৪৯ রান অনেক ছিল। কুলদীপ ও হর্ষিত খুব ভাল বল করেছে।

Latest article