দুবাই, ৪ নভেম্বর : দীর্ঘ চার বছর পর ফের দেশের হয়ে সাদা বলের ফরম্যাটে ফিরেছেন। আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের হয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছেন। শুক্রবার ফের টি-২০ বিশ্বকাপে মাঠে নামছে ভারত। এবার প্রতিপক্ষ স্কটল্যান্ড। ম্যাচের ২৪ ঘণ্টা আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সমালোচকদের একহাত নিলেন অভিজ্ঞ ভারতীয় স্পিনার।
কোনও রাখঢাক না করেই অশ্বিনের মন্তব্য, ‘‘অনেক মানুষই আছেন, যাঁরা স্বঘোষিত বিশেষজ্ঞ। ম্যাচ নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকেন। এঁদের জন্য মাঝে মাঝে আমার দুঃখ হয়। এই ফরম্যাটে (টি-২০) আমি সেই ২০০৭-’০৮ মরশুম থেকে খেলছি। প্রতি দু’বছর অন্তর অন্তর এই ফরম্যাট আমাদের নতুন নতুন শিক্ষা দেয়। এতটাই দ্রুতগতিতে ক্রিকেট বদলাচ্ছে। কিন্তু তথাকথিত এই সব বিশেষজ্ঞরা এখনও বহু পিছনে পড়ে রয়েছেন।’’
আরও পড়ুন-দ্রাবিড়ের কোচিংয়ে খেলতে মুখিয়ে রোহিত
তিনি আরও বলেন, ‘‘আমার মতে আপনি যখন বলছেন, এই বোলারের উইকেট পাওয়া উচিত, তখন ফাস্ট বোলার ও স্পিনারদের জন্য আলাদা আলাদা পরিকল্পনা হওয়া উচিত।’’ অশ্বিনের বাড়তি সংযোজন, ‘‘এমনটা নয় যে আপনি হঠাৎ করে উইকেট পেয়ে গেলেন। এর পিছনে অনেক পরিকল্পনা থাকে। যখনই কোনও বোলার উইকেট পায়, দেখবেন তার আগের ওভারটা খুব ভাল হয়েছে।’’
টানা দুটো ম্যাচ হারের পর আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় শিবিরে কিছুটা হলেও অক্সিজেন জুগিয়েছে। তবে সেমিফাইনালে ওঠার জন্য নিজেদের বাকি দুটো ম্যাচ শুধু জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হচ্ছে নিউজিল্যান্ডের হারের দিকেও। অশ্বিন বলছেন, ‘‘প্রথম দুই ম্যাচে হার বড় ধাক্কা। সেমিফাইনালে ওঠার পথ প্রচণ্ড কঠিন হয়ে গিয়েছে এর ফলে। তবে আফগানদের বিরুদ্ধে জয়ের পর আমরা ইতিবাচক থাকছি। আশা করি, একটা অঘটন ঘটবে।’’
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…