খেলা

সবটুকু দিয়েছি, চোখে জল কিংয়ের

আমেদাবাদ, ৩ জুন : খেলা শেষ হতে তখনও চার বল বাকি। বাউন্ডারিতে দাঁড়িয়ে চোখ ঢেকে ফেললেন বিরাট কোহলি। চোখের কোণে আনন্দাশ্রু। আরসিবি-র জয় তখন নিশ্চিত হয়ে গিয়েছে। ওভারের শেষ বলটা হতেই মুখ ঢেকে মাটিতে বসে পড়লেন বিরাট। মাঠে আর ডাগ আউট থেকে ছুটে এসে তাঁদের প্রিয় মানুষটিকে একে একে জড়িয়ে ধরছেন সতীর্থরা। ভিভিআইপি গ্যালারিতে তখন সঙ্গীদের নিয়ে উচ্ছ্বাসে ভাসছেন স্ত্রী অনুষ্কা শর্মা। গ্যালারিতে নেমেছে টিফো। সেখানে বিরাট রাজার মাথায় রাজার মুকুট। তাতে লেখা, ‘এভরি সিঙ্গল ওয়ান অফ আস লাভস বিরাট কোহলি’।

আরও পড়ুন-তৃণমূল-সহ ১৬ দলের চিঠি প্রধানমন্ত্রীকে, সংসদের বিশেষ অধিবেশন ডাকুন

ততক্ষণে মাঠে নেমে এসে বিরাটকে জড়িয়ে উৎসবে মেতেছেন আরসিবি-তে তাঁর প্রাক্তন দুই হেভিওয়েট সতীর্থ ক্রিস গেইল ও এবি ডি’ভিলিয়ার্স। এবি তো আগেই বলেছিলেন, ১৮তম আইপিএল, বিরাটের জার্সি নম্বর ১৮। ট্রফিটাও মনে হচ্ছে এবার বিরাটের। তিন বন্ধুর এখন শুধুই উৎসবের সময়। আবেগ একটু সামলে নিয়ে বিরাট বললেন, ‘‘১৮ বছর অনেকটা সময়। রেড আর্মি গ্যালারি জুড়ে। আবেগ সামলানো কঠিন। অবিশ্বাস্য অনুভূতি হচ্ছে। এই দলটার জন্য আমি নিজের তারুণ্য, সেরা সময় এবং আমার অভিজ্ঞতা নিংড়ে দিয়েছি। প্রতিটি মরশুমে চেষ্টা করেছি সবটুকু উজাড় করে এই ট্রফিটা জিততে। অবশেষে মুহূর্তটা এল। অবিশ্বাস্য মনে হচ্ছে।’’

আরও পড়ুন-কোনও আতঙ্ক নয়, কিন্তু সতর্ক রাজ্য

স্বপ্নপূরণের দিনে অনর্গল বিরাট বলছেন, আরসিবি তাঁর আত্মায়। কিং কোহলির কথায়, ‘‘আমি প্রায় সব ট্রফি জিতেছি। টি-২০, ওয়ান ডে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৮ বছরে আমার সবটুকু দিয়ে এই টিমের প্রতি অনুগত থাকতে চেয়েছি। যাই পরিস্থিতি আসুক, এই টিমটার পাশে থাকতে চেয়েছি। ওরাও ছিল আমার পাশে। তাই ওদের জন্যই ট্রফি জিততে মরিয়া ছিলাম। আমার হৃদয় বেঙ্গালুরু। আমার আত্মা বেঙ্গালুরু। আর এই টিমের হয়েই আমার শেষ আইপিএল ম্যাচ খেলব।’’

Jago Bangla

Recent Posts

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

8 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

32 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago