‘রানীকে দিয়ে আমি বাংলায় সংলাপ লিখিয়ে নিয়েছি’ মঞ্চে উঠেই ভাঙা বাংলায় মন কাড়লেন বাদশা

আজ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Kolkata International Film Festival)-র মঞ্চে ছিলেন শাহরুখ খান ও রানী মুখোপাধ্যায়।

Must read

শাহরুখ খানের (Shahrukh Khan) উপস্থিতিতে দর্শকাসনে উৎসাহ উদ্দীপনা উঠল তুঙ্গে। এদিন ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে নেতাজি ইন্ডোরে এসে বাংলায় নিজের বক্তব্য রাখতে গিয়ে বাদশা বলেন, ‘আমি দিদিকে কথা দিয়েছিলাম , যখনই কলকাতায় আসব, বাংলা বলার চেষ্টা করব..’।

আরও পড়ুন-‘অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়া উচিত’, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে দাবি মুখ্যমন্ত্রীর

আজ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Kolkata International Film Festival)-র মঞ্চে ছিলেন শাহরুখ খান ও রানী মুখোপাধ্যায়। তাঁর বক্তব্যে ছিল আগামী ছবি ‘পাঠান’ (Pathaan)-এর সংলাপ। মঞ্চে ওঠার পরে সবাইকে ধন্যবাদ জানিয়ে হিন্দিতে শাহরুখ বললেন, ‘আমি দিদিকে কথা দিয়েছিলাম , যখনই কলকাতায় আসব, বাংলা বলার চেষ্টা করব। এই বছর আমার সঙ্গে রানি (মুখোপাধ্যায়) এসেছে। তাই ওকে দিয়ে আমি বাংলায় সংলাপ লিখিয়ে নিয়েছি। যদি আমি ভাল বলি তবে আমার প্রশংসা করবেন। আর যদি খারাপ বলি, তাহলে রানির দোষ। অনেকদিন দেখা হয়নি তো, আর আমার সুন্দর রানীকে দেখে খুব খুশি। আমি অনেক বছর এখানে আসেনি। আপনদের সবাই কে দেখে আমি খুব খুশি হলাম। আমি অ্যাম্বাসেডর হিসাবে বলতে পারি এখানে এসে আমরা খুব আনন্দ পাবেন।’

আরও পড়ুন-‘মমতা অনেক ধন্যবাদ এবং তুমি জানো আমি তোমার পাশে রয়েছি সবসময়’ চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে বার্তা জয়ার

এরপরে বাংলায় শাহরুখ বলেন, ‘সবাইকে এই মঞ্চে দেখে খুব ভাল লাগছে। অনেকদিন দেখা হয়নি তো। আমার প্রিয় সুন্দর রানিকে দেখে খুব খুশি’। শেষে তিনি বলেন, তিনি সবচেয়ে খুশি দর্শকদের দেখে। অন্যদিকে মুক্তির আগেই অনেকরকম বিতর্কে জড়িয়েছে শাহরুখ খানের ছবি। উঠেছে বয়কটের ডাকও। এদিন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে সেইসবের জবাব দিলেন কিং খান। তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়া প্রায়শই একটি নির্দিষ্ট সংকীর্ণ দৃষ্টিভঙ্গির দ্বারা চালিত হয়। আমি কোথাও পড়েছি, নেতিবাচকতাই সোশ্যাল মিডিয়ার ব্যবহার বাড়ায়।’

Latest article