আজ এগরার (Egra) খাদিকুলে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলছেন তিনি। গত ১৬ মে খাদিকুলে বিস্ফোরণ হয় এবং এর জেরে ১২ জন মারা যান। আজকের এই সভাস্থলে এসেছেন নিহতদের পরিবার। মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন তাদের সঙ্গে।
আরও পড়ুন-এগরায় বাজি কারখানা তৈরির আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী
এদিন সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এখানে বেআইনি বাজি কারখানায় ১১ জন মারা গিয়েছেন। যাঁরা চাকরি করতেন, মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। এই ঘটনায় আমাদের চোখ খুলে গিয়েছে। আমরা ঠিক করেছি আগামী ২ মাসের মধ্যে আমার কাছে রিপোর্ট আসবে। মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি হয়েছে। বেআইনি বাজি কারখানায় ফায়ার ক্র্যাকার্স তৈরি করে অনেকের পেট চলে। চাকরি যাতে কারও নষ্ট না হয় দেখব। তবে জীবন যেন নষ্ট না হয় তার জন্যও পরিকল্পনা নিচ্ছি। যেখানে যেখানে বেআইনি বাজি কারখানা আছে, আমরা নিজেরা সরকার থেকে বাজি কারখানা তৈরির ক্লাস্টার তৈরি করব। বাজি কারখানার মালিক যাঁরা সবুজ বাজি তৈরি করতে চান, সেইরকম ধরনের ক্লাস্টার করব। তাতে চাকরিও বাঁচবে। বাজিও নানা কাজে লাগে।’
আরও পড়ুন-ফাইনালের টিকিট নিয়ে ধুন্ধুমার কাণ্ড
এদিন সেখানে পৌঁছে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা প্রথম থেকেই যোগাযোগ রাখার চেষ্টা করেছি। আমাদের নেতৃত্বের টিমও পাঠিয়েছি আমি। ওয়েদার খারাপ থাকার জন্য আসতে পারব কি না ভাবছিলাম। আমি একটাই কারণে এসেছি, মানবিক।
এদিন তিনি শোকপ্রকাশ করে বলেন, ‘একটা মানুষ যখন চলে যান, পরিবার ফেলে রেখে যান। তার পরিবারে তখন যারা পড়ে থাকে, তারা দুর্দশায় দুঃখে আক্রান্ত হয়। এ নিয়ে অনেকে রাজনীতি, জলঘোলা করেছে। আমি কোনও রাজনীতি করতে এখানে আসিনি। আমি পরিষ্কার বলি আমি মানবিক সাহায্যের হাত বাড়াতে এসেছি। যারা মারা গিয়েছে সেই পরিবারগুলোকে আজকে আড়াই লক্ষ টাকা করে চেক দিচ্ছি। পরিবারের একজন করে হোমগার্ডের চাকরি, এটা আমি নিয়ে এসেছি। এটাই আপনাদের আমি দিচ্ছি।’
আরও পড়ুন-প্রাচীন ভাষাশিক্ষা চর্চায় খুলে গেল নবদিগন্ত, আগামী সপ্তাহে কলেজে ভর্তির বিজ্ঞপ্তি
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন, ‘তড়িদাহত হয়ে যারা মারা গিয়েছেন, তাঁদের পরিবারকেও ২ লক্ষ টাকা করে সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর। বলেন, সারা বাংলাজুড়ে, আমি জেলাশাসকদের অনুরোধ করব জেলার মন্ত্রী, বিধায়কদের নিয়ে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দিতে। আজ আমি ঘোষণা করার পর আগামিকাল থেকে তা দিতে শুরু করবেন।’