মুম্বই, ২৬ অগাস্ট : সূর্যকুমার যাদব শেষ পর্যন্ত এশিয়া কাপে খেলতে পারবেন কি না, তা নিয়ে একটা সময় সংশয়ে ছিলেন নির্বাচকরা। যদিও স্পোর্টস হার্নিয়া অস্ত্রোপচারের পর ছ’সপ্তাহের মধ্যেই মাঠে ফিরেছেন সূর্য। এশিয়া কাপে তিনিই টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে তাঁর রিহ্যাব প্রক্রিয়া কেমন ছিল, তা নিয়ে মুখ খুলেছেন সূর্য নিজেই।
মঙ্গলবার বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওতে সূর্য বলেছেন, আইপিএলের শেষ দিকে আমার একটা সমস্যা হচ্ছিল। তাই এমআরআই করানোর সিদ্ধান্ত নিই। রিপোর্টে স্পোর্টস হার্নিয়া ধরা পড়েছিল। এর পরেই জার্মানিতে গিয়ে অস্ত্রোপচার করাই।
সূর্য আরও জানিয়েছেন, চিকিৎসকরা তাঁকে বলে দিয়েছিলেন, সুস্থ হতে অন্তত ছ’সপ্তাহ সময় লাগবে। তাই প্রতিটি সপ্তাহ ধরে ধাপে ধাপে এগোতে চেয়েছিলাম। তাঁর বক্তব্য, সেন্টার অফ এক্সেলেন্সের চিকিৎসক ও ফিজিওরা কীভাবে সুস্থ হব, তার পরিকল্পনা তৈরি করেছিলেন। একটা করে সপ্তাহ ধরে রুটিন তৈরি করা হত। পরের সপ্তাহের রুটিন তৈরি হত কতটা উন্নতি হচ্ছে, সেটা দেখে।
সূর্য জানিয়েছেন, রিহ্যাবের সময় তাঁকে কোমরে দড়ি বেঁধে দৌড়, ভারোত্তোলন, স্টিপলচেজ-সহ বিভিন্ন ধরনের ট্রেনিং করতে হয়েছে। শুরুতে তিনি ইনডোর এবং জিমে অনুশীলন করতেন। সূর্য বলেছেন, সেন্টার অফ এক্সেলেন্সের পরিকাঠামো অসাধারণ। এখানকার জিম এতটাই বড় যে, একসঙ্গে ৩০-৩৫ জন শরীরচর্চা করতে পারবে। বিশ্বমানের সব সরঞ্জাম রয়েছে।
সূর্যর রিহ্যাবের দ্বিতীয় ধাপ ছিল মাঠে নেমে অনুশীলন এবং নেটে ব্যাটিং। তিনি বলেন, দু’সপ্তাহ পর মাঠে নেমে অনুশীলন শুরু করেছিলাম, তিনটে মাঠে ৬০-৭০টি পিচ তৈরি রয়েছে। শুধু রিহ্যাবের জন্যই নয়, বোর্ডের অনুমতি নিয়ে যে কোনও ক্রিকেটার এখানে প্র্যাকটিস করতে পারে। আমার রিহ্যাবের শেষ ধাপ ছিল ম্যাচ খেলা। সূর্যর সংযোজন, রিহ্যাবের সময় যে কোনও ক্রিকেটারকে মানসিকভাবে শক্তিশালী থাকতে হয়। আমিও মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে ফিরেছি। আশা করি, আগের থেকেও ভাল খেলব।
আরও শক্তিশালী হয়ে ফিরেছি : সূর্য
এশিয়া কাপে তিনিই টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে তাঁর রিহ্যাব প্রক্রিয়া কেমন ছিল, তা নিয়ে মুখ খুলেছেন সূর্য নিজেই।
