”আমাকে আজকে প্রমাণ করতে হবে, আমি নাগরিক কিনা?” কেন এনুমারেশন ফর্ম ফিলআপ করেননি মুখ্যমন্ত্রী

কমিশনের নির্দেশ অনুযায়ী, বৃহস্পতিবার ১১ ডিসেম্বর এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন।

Must read

কমিশনের নির্দেশ অনুযায়ী, বৃহস্পতিবার ১১ ডিসেম্বর এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এখনও কমিশনের দেওয়া এনুমারেশন ফর্ম পূরণ করেননি। বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী নিজেই সেই কথা জানান।

আরও পড়ুন-”কাল সব ক’টাকে অ্যারেস্ট করেছি, এটা বাংলা’’! ব্রিগেডের ঘটনা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

এদিন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, “শুনুন আমি এখনও ফর্ম ফিলাপ করিনি। কেন করিনি? তিনবার সেন্ট্রাল মিনিস্টার ছিলাম। সাতবার এমপি হয়েছি। আর আপনাদের আর্শীবাদ, শুভেচ্ছায় তিনবার মুখ্যমন্ত্রী হয়েছি। আমাকে আজকে প্রমাণ করতে হবে, আমি নাগরিক কিনা? এর চেয়ে নাকখত দেওয়া অনেক ভাল!”

আরও পড়ুন-”বিহার পারেনি, বাংলা পারবে” SIR নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

এরপরেই বিজেপি ও কমিশনকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, “ওই দাঙ্গাবাজদের কাছে প্রমাণ করতে হবে, আমি দেশের নাগরিক কিনা। দেশ যখন স্বাধীন হয়েছিল কোথায় ছিলে তোমরা? ইংরেজদের রাজত্বের সময় ওদের দাসত্ব করেছ তোমরা। আজকে দেশ চেনাচ্ছ আমাদের? রবীন্দ্রনাথকে গালি দিয়ে, বঙ্কিম, রাজামোহনকে অসম্মান করে নেতাজিকে অসম্মান করে মাতঙ্গিনী, ক্ষুদিরামকে অসম্মান করে। এ কোন ভারত? আমরা তো বলেছিলাম, সময় নিয়ে এসআইআর করো। এত তাড়াহুড়ো কেন? হোয়াই সো হাঙ্গরি?”

Latest article