খেলা

জানতাম ঈশ্বর উপহার দেবেন

দোহা, ১৯ ডিসেম্বর : তিনি জানতেন, ঈশ্বর তাঁকে খালি হাতে ফেরাবেন না! বলে দিলেন নায়ক। একই সঙ্গে জানিয়ে দিলেন, বিশ্বকাপে শেষ ম্যাচ খেলে ফেললেও, দেশের হয়ে খেলা চালিয়ে যাবেন।
এতগুলো বছর ধরে যে স্বপ্নটা দেখে এসেছেন, সেই স্বপ্নপূরণের উচ্ছ্বাস যে কতটা তীব্র হতে পারে, তা রবিবারীয় ফাইনাল শেষ হওয়ার পর বোঝা গেল লিওনেল মেসিকে (Lionel Messi) দেখে। সতীর্থদের সঙ্গে বাঁধনহীন উৎসবে মেতে উঠলেন এলএম টেন। বেশ কিছুক্ষণ পরে যখন মিডিয়ার মুখোমুখি হলেন, তখন মেসির শরীরী ভাষায় লেগে রয়েছে উৎসবের আমেজ। সটান বলেন দিলেন, ‘‘ট্রফি জিতেই বিশ্বকাপ অভিযান শেষ করতে চেয়েছিলাম। সেটা পেরেছি। এই একটা ট্রফিই আমার ছিল না। প্রাপ্তির ঝুলিটা পূর্ণ হল। আর কিছু চাই না আমার।’’

আবেগাপ্লুত মেসি (Lionel Messi) আরও বলেন, ‘‘যেভাবে স্বপ্নটা সত্যি হল, তা এক কথায় অবিশ্বাস্য। ভীষণ ভাবে চেয়েছিলাম বিশ্বকাপ জিততে। জানতাম, ঈশ্বর আমাকে ট্রফিটা উপহার হিসেবে দেবেন। এই অনুভূতি আমার পক্ষে ভাষায় প্রকাশ করা কঠিন। এই মুহূর্তে কিছু ভাবতেই পারছি না।’’ অধরা বিশ্বকাপ জেতার পরেই চর্চা শুরু হয়ে গিয়েছিল, তাহলে কি আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেবেন ৩৫ বছরের আর্জেন্টাইন মহাতারকা? সেই জল্পনা উড়িয়ে দিয়ে মেসির ঘোষণা, ‘‘কোপা আমেরিকার পর বিশ্বকাপ। এরপর কী হবে? আমি জানি না। তবে ফুটবল খেলতে ভালবাসি। জাতীয় দলের জার্সি গায়ে চাপানো আমার কাছে গর্বের বিষয়। আশা করি, বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্য হিসেবে আরও কিছুদিন খেলা চালিয়ে যাব। তারপর অবসর নিয়ে ভাবব।’’

আরও পড়ুন-অবসরই নিয়ে ফেললেন বেঞ্জেমা

একই সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও নিজের বিশ্বকাপ জয়ের অনুভূতি তুলে ধরেছেন মেসি। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘‘চ্যাম্পিয়ন্স অফ দ্য ওয়ার্ল্ড! জীবনে কতবার এই স্বপ্নটা দেখেছি। কী প্রবলভাবেই না এই স্বপ্নপূরণের অপেক্ষায় ছিলাম। এখনও বিশ্বাস করতে পারছি না।’’ মেসি আরও লিখেছেন, ‘‘আমরা আর্জেন্টাইনরা আরও একবার প্রমাণ করলাম, একজোট হয়ে লড়াই করে লক্ষ্যে পৌঁছতে পারি। এই দলটার প্রধান শক্তি একতা। দেশবাসীর স্বপ্ন পূরণ করার জন্য আমরা একটা দল হিসেবে মাঠে নেমে লড়াই করেছি। শেষ পর্যন্ত ট্রফিটা জিততে পেরেছি। এগিয়ে চলো আর্জেন্টিনা। খুব তাড়াতাড়ি সবার সঙ্গে দেখা হচ্ছে।’’
সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেছেন মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জিও। তিনি লেখেছেন, ‘‘বিশ্বচ্যাম্পিয়ন! কীভাবে লেখা শুরু করব বুঝতে পারছি না। লিও তোমার জন্য আমরা সবাই গর্বিত। কখনও হাল ছাড়তে নেই, এটা শেখানোর জন্য তোমাকে ধন্যবাদ। শেষ পর্যন্ত লড়ে যেতে হয়, আবার শিখলাম। অবশেষে তুমি বিশ্বচ্যাম্পিয়ন! এতগুলো বছর ধরে তুমি কী যন্ত্রণা পেয়েছ, সেটা আমার থেকে ভাল কেউ জানে না। এই ট্রফিটা পাওয়ার জন্য তুমি কতটা মরিয়া ছিলে সেটা জানি।’’

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

2 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

5 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

5 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

6 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

6 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

6 hours ago