প্রতিবেদন : লংমার্চ চলাকালীন আততায়ীর গুলিতে জখম হওয়ার পর শুক্রবার হাসপাতাল থেকেই দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। লাহোরের হাসপাতাল থেকেই এক ভিডিও বার্তায় ইমরান জানালেন, তিনি আগে থেকেই জানতেন যে, তাঁকে প্রাণে মারার জন্য হামলা চালানো হবে।
আরও পড়ুন-নদিয়া সফরে মুখ্যমন্ত্রী
বৃহস্পতিবার বিকেলে মিছিল চলাকালীন প্রাক্তন প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে গুলি চালায় এক যুবক। লক্ষ্যভ্রষ্ট হয়ে সে গুলি গিয়ে লাগে ইমরানের পায়ে। সঙ্গে সঙ্গেই লাহোরের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শুক্রবার তাঁর পায়ে অস্ত্রোপচার করে গুলি বের করা হয়। তারপর হাসপাতাল থেকে করা একটি ভিডিও বার্তা প্রকাশ করেন তিনি। হাসপাতালের নীলরঙা পোশাকে পায়ে প্লাস্টার নিয়ে ইমরানকে হুইলচেয়ারে বসে থাকতে দেখা গিয়েছে। ভিডিওতে তিনি জানিয়েছেন, তাঁকে লক্ষ্য করে চারবার গুলি ছোড়া হয়েছিল। আক্রমণের একদিন আগেই তিনি জানতে পারেন যে, হয় ওয়াজিরাবাদ নয়তো গুজরাতে ওরা তাঁকে খুনের ছক কষেছে।
আরও পড়ুন-জয়দেব-সহ শুভেন্দুসঙ্গীরা সদলবলে এলেন তৃণমূলে, নন্দীগ্রামে বিজেপিতে ধস, সভায় উপচে পড়া ভিড়
শাহবাজ শরিফ সরকারকে বার্তা দিয়ে ইমরান বলেছেন, সরকার স্বেচ্ছায় সরে দাঁড়ালে ভাল। না হলে পাকিস্তান এক রক্তক্ষয়ী অভ্যুত্থানের সাক্ষী থাকবে। ইমরান আরও বলেন, একটি দুর্নীতিগ্রস্ত সরকারের শাসনে পাকিস্তানবাসীর নাভিশ্বাস উঠে গিয়েছিল। সকলেই চেয়েছিল রাজনৈতিক পালাবদলের। কিন্তু ভোটে জিতে ক্ষমতায় আসা সরকারকে সহ্য করতে পারেনি দুর্নীতিগ্রস্ত শাহবাজ শরিফ এবং তাঁর দলবল। ইমরান বলেন, তারা প্রথমে আমায় ক্ষমতা থেকে সরিয়ে দেয়। এবার চিরকালের জন্য সরিয়ে ফেলার চেষ্টা চালাল। কিন্তু আমি লড়াকু, আমাকে হারানো যাবে না।