আই লিগ শুরু হয়তো ডিসেম্বরে

Must read

প্রতিবেদন : আইএসএলের পর এবার আই লিগ (I-League) নিয়েও জট! সোমবার আই লিগের ক্লাবগুলোর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। কিন্তু কবে লিগ শুরু হবে, সেটা স্পষ্ট করে জানাতে পারেনি। যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ ক্লাবের প্রতিনিধিরা।
এদিনের বৈঠকে ফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে, আইএসএলের নতুন বাণিজ্যিক স্বত্ব চূড়ান্ত হওয়ার পরেই আই লিগের বাণিজ্যিক স্বত্বের জন্য আলাদা করে দরপত্র ছাড়া হবে। সব কিছু ঠিক থাকলে, ডিসেম্বরে শুরু হবে ২০২৫-’২৬ মরশুমের আই লিগ। না হলে জানুয়ারিতে।
যদিও ফেডারেশনের এই কথায় একেবারেই খুশি নয় আই লিগের (আইএসএলের পর এবার আই লিগ (I-League) নিয়েও জট! সোমবার আই লিগের ক্লাবগুলোর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ) ক্লাবগুলো। এবারের লিগে বাংলার একমাত্র প্রতিনিধি ডায়মন্ড হারবার এফসির ভাইস প্রেসিডেন্ট আকাশ বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেছেন, ফেডারেশনের মনোভাবে আমরা খুবই হতাশ। মনে হচ্ছে, আই লিগ নিয়ে ফেডারেশনের কোনও মাথাব্যথাই নেই। আমাদের বলা হয়েছে, আইএসএলের বাণিজ্যিক স্বত্বের নিষ্পত্তি হলেই আই লিগের জন্য নতুন করে টেন্ডার ডাকা হবে। কিন্তু প্রশ্ন হল, আই লিগের বাণিজ্যিক স্বত্ব ফেডারেশনের। তাহলে কেন আবার তার জন্য আলাদা করে টেন্ডার ডাকা হবে?

আরও পড়ুন-বৃষ্টি-ধসে বিধ্বস্ত নেপাল, মৃতের সংখ্যা ছাড়াল ৬০

Latest article