লন্ডন, ৪ অগাস্ট : পিছিয়ে পড়েও সিরিজ ড্র ২-২ করে দেশে ফিরছেন। উচ্ছ্বাসে ভাসছেন শুভমন গিল (Shubman Gill)। ভারত অধিনায়কের বাড়তি পাওয়া ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার। যা তিনি হ্যারি ব্রুকের সঙ্গে যুগ্মভাবে পেয়েছেন।
আপ্লুত শুভমন বলছেন, অসাধারণ জয়। আমরা তরুণ দল। কিন্তু সিরিজ শুরুর আগেই নিজেদের মধ্যে কথা বলে নিয়েছিলাম, মাঠে যেন সেটা মনে না হয়। আজ সেটা প্রমাণ করে দিয়েছি। দুর্দান্ত একটা সিরিজ হল। দুটো দলই দারুণ খেলেছে। সিরিজের সবক’টা টেস্টেই শেষ দিন পর্যন্ত বোঝা যায়নি কোন দল জিতবে। এতেই প্রমাণ হয়, প্রত্যেকে নিজেদের সেরাটা নিংড়ে দিয়েছে। ওভালে জসপ্রীত বুমরার অভাব যে মহম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণ বুঝতেই দেননি, সেটা স্পষ্ট জানিয়েছেন শুভমন (Shubman Gill)। তাঁর বক্তব্য, সিরাজ ও প্রসিধের মতো পেসার থাকলে অধিনায়কের কাজটা সহজ হয়ে যায়। আজ আমরা যেভাবে ছাপ রেখেছি, সেটা অসাধারণ। গতকালও জেতার জন্য আত্মবিশ্বাসী ছিলাম। জানতাম, ইংল্যান্ড চাপে পড়ে গিয়েছে। সিরাজ তো যে কোনও অধিনায়কের স্বপ্ন। প্রতিটি স্পেলে নিজেকে উজাড় করে দিয়েছে। ২-২ এই সিরিজের যথার্থ ফল।
ব্যাট হাতেও স্বপ্নের একটা সিরিজ কাটিয়েছেন শুভমন। ৫ টেস্টের ১০ ইনিংসে চারটি সেঞ্চুরি-সহ ৭৫.৪০ গড়ে করেছেন মোট ৭৫৪ রান। আর একটু হলেই সুনীল গাভাসকরের ৭৭৪ রানের রেকর্ড ভেঙে দিতেন। শুভমনের বক্তব্য, আমার লক্ষ্য ছিল, সিরিজের সেরা ব্যাটার হওয়া। সেটা করতে পেরেছি বলে খুব ভাল লাগছে। আসলে টেকনিক ও মানসিকতা দুটোই ঠিক রাখতে হয়। গত ছ’সপ্তাহের সবথেকে বড় শিক্ষা, কখনও হাল ছাড়তে নেই।
আরও পড়ুন-বিশ্বাস ছিল জিতে ফিরব