ক্রিকেটকেই সবথেকে বেশি ভালবাসি : স্মৃতি

পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে দেওয়ার প্রথমবার মুখ খুললেন স্মৃতি মান্ধানা। স্পষ্ট জানালেন, তাঁর জীবনে ক্রিকেটেই শেষ কথা।

Must read

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর : পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে দেওয়ার প্রথমবার মুখ খুললেন স্মৃতি মান্ধানা। স্পষ্ট জানালেন, তাঁর জীবনে ক্রিকেটেই শেষ কথা।
বিয়ে ভেঙে দেওয়ার খবর সোশ্যাল মিডিয়াতে বিবৃতি দিয়ে জানিয়েছিলেন স্মৃতি। দু’দিন আগে নেটে আসন্ন শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন বাঁ হাতি ব্যাটার। তবে বুধবারই প্রথম প্রকাশ্যে মুখ খুলেছেন। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরের সঙ্গে দিল্লির এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মৃতি। সেখানে সঞ্চালিকা মন্দিরা বেদির প্রশ্নের জবাবে তিনি বলেন, সত্যি কথা বলতে কী, আমার জীবনে ক্রিকেটের থেকে বেশি ভাল আর কিছুকে বাসিনি। যখন ব্যাট নিয়ে মাঠে নামি, তখন দেশের প্রতিনিধিত্ব করি। তাই অন্য কিছু মাথায় থাকে না। যখন ভারতীয় দলের জার্সি গায়ে থাকে, তখন একটাই কথা মাথায় ঘোরে, কীভাবে দেশকে জেতানো যায়।

আরও পড়ুন-বঙ্কিমচন্দ্রকে অপমান! প্রতিবাদে গর্জে উঠলেন প্রপৌত্র সজল

স্মৃতি আরও বলেছেন, সবথেকে বড় অনুপ্রেরণা হল ইন্ডিয়া লেখা জার্সি গায়ে চাপানো। আমি সব সময় সবাইকে বলি, একবার যখন তুমি দেশের জার্সি গায়ে চাপালে, তখন বাকি সব সমস্যা মাঠের বাইরে ফেলে এসো। কারণ গোটা দেশের জনতার মধ্যে তুমি জাতীয় দলের প্রতিনিধিত্ব করছো। ফলে দায়িত্ব অনেক বেড়ে যায়। এই চিন্তাটাই ফোকাস ধরে রাখার জন্য যথেষ্ট। ব্যক্তিগত জীবনের সমস্যা এবং বিতর্ককে পিছনে ফেলে তাঁর যাবতীয় ফোকাস যে এখন শুধুই ক্রিকেটে, সেটা এদিনের অনুষ্ঠানে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন স্মৃতি।

Latest article