চেন্নাই, ১৭ মার্চ : ক্রিকেট দুনিয়ার তিনি পরিচিত ‘ক্যাপ্টেন কুল’ নামে। অথচ সেই এমএস ধোনিই কিনা পাঁচ বছর আগে মাথা গরম করে বিতর্কে জড়িয়েছিলেন!
আরও পড়ুন-অক্সফোর্ড নিয়ে বিরোধীদের কুৎসার জবাব
২০১৯ সালের আইপিএল। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ চলছিল চেন্নাই সুপার কিংসের। ম্যাচের শেষ ওভারে রাজস্থানের বেন স্টোকসের কোমরের উচ্চতার বল বোলিং এন্ডের আম্পায়ার নো ডাকলেও, স্কোয়ার লেগ আম্পায়ার তা খারিজ করে দেন। এই ঘটনায় ক্ষিপ্ত ধোনি ডাগআউট ছেড়ে মাঠে ঢুকে পড়ে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছিলেন। এক অনুষ্ঠানে ওই প্রসঙ্গে ধোনি বলেছেন, ‘‘মেজাজ হারানোর ঘটনা অনেকবারই ঘটেছে। তবে একটা ঘটনা নিয়ে আজও আক্ষেপ হয়। আইপিএলের ওই ম্যাচে আমি মাথা গরম করে মাঠে ঢুকে পড়েছিলাম। সেদিন খুব বড় ভুল করেছিলাম। এমন আচরণ করাটা মোটেই উচিত হয়নি। তবে ওই ঘটনার আগে বা পরেও আমি বেশ কয়েকবার মেজাজ হারিয়েছি।’’ প্রাক্তন ভারত অধিনায়ক আরও যোগ করেছেন, ‘‘আমরা এমন একটা খেলা খেলি, যেটা খুব উত্তেজক। সব ম্যাচই জেতার চাপ থাকে। তাই অনেক সময় মেজাজ ঠিক রাখতে পারি না। তবে আমি সবাইকে পরামর্শ দিই, রেগে গেলে বা বিরক্ত হলে নিজের মুখ বন্ধ রাখো। ঘটনার জায়গা থেকে নিজেকে সরিয়ে নাও। চাপ সামলাতে একটা গভীর নিঃশ্বাস নিলেও, অনেক সময় ভাল কাজ হয়।’’