নয়াদিল্লি: গত বছর টোকিও অলিম্পিকের ঠিক আগে হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন। আর এই চোট তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল। এতটাই যে, নিজের উপরে বিশ্বাসটাই হারিয়ে বসেছিলেন বজরং পুনিয়া (Bajrang Punia)। তবে এই মুহূর্তে তিনি সম্পূর্ণ ফিট। হারানো আত্মবিশ্বাসও ফিরে পেয়েছেন। বজরংয়ের পাখির চোখ এখন আসন্ন কমনওয়েলথ গেমসে সোনার পদক জয়।
ভারতের তারকা কুস্তিগীর (Bajrang Punia) শনিবার এক সাক্ষাৎকারে বলেন, ‘‘অলিম্পিকের আগে হাঁটুর চোট আমাকে মানসিক ভাবে পিছিয়ে দিয়েছিল। টোকিওতে ব্রোঞ্জ পেলেও বুঝতে পারছিলাম, আগের মতো দ্রুত নড়াচড়া করতে পারছি না। সহজাত আগ্রাসী মনোভাবও হারিয়ে ফেলেছি।” তাঁর বাড়তি সংযোজন, ‘‘এমনকী অলিম্পিক শেষ হওয়ার পরেও মানসিক অবসাদে ভুগেছি আরও ৮-৯ মাস। সব সময় মনে হত, এই বুঝি আবার চোট পেলাম। এই ভয় আমার পারফরম্যান্সেও প্রভাব ফেলেছিল।”
আরও পড়ুন: যানজট মুক্ত করার লক্ষ্যেই চালু হবে ‘ফিডার সিস্টেম’, জানালেন ফিরহাদ হাকিম
তবে তিনি যে সেই কঠিন সময় কাটিয়ে উঠেছেন, তা সাফ জানিয়ে দিয়েছেন বজরং। তাঁর বক্তব্য, ‘‘গত মাসে সোনিপথ সাইয়ে আমি হাঁটুর বেশ কিছু পরীক্ষা করাই। ওই পরীক্ষায় কোনও চোট ধরা পড়েনি। এর পরেই আমি পুরোনো আত্মবিশ্বাস ফিরে পাই। এখন আগের সেই স্পিড ও স্টামিনা— দুটোই ফিরে পেয়েছি। বুঝতে পারছি, এতদিন মানসিক অবসাদের জন্যই নিজের সেরাটা দিতে পারছিলাম না। তবে আমি এখন সেই আগের বজরং। যাকে সবাই চিনতেন। এবার কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমস, দুটোতেই সোনা জিতে দেশকে গর্বিত করতে চাই।”