২৪ ঘণ্টার মধ্যে চাই বাংলাদেশ নিয়ে বিবৃতি

Must read

প্রতিবেদন : কেন্দ্রকে সময় বেঁধে দিল তৃণমূল। ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ নিয়ে সংসদে বিবৃতি দিতে হবে মোদি সরকারকে৷ হয় বিদেশমন্ত্রী, না হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে এসে বিবৃতি দিন, সোমবার লোকসভায় কেন্দ্রকে এই ভাষাতেই কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay)৷ বিদেশসচিব বাংলাদেশ সফর শেষে দিল্লিতে ফেরার পরে কেটে গিয়েছে বেশ কয়েকটি দিন৷ তারপরেও পুরো নীরব মোদি সরকার, সংসদের শীতকালীন অধিবেশনে বাংলাদেশ প্রসঙ্গে কোনও বিবৃতি দেওয়া হয়নি সরকারের তরফে৷ এই আবহেই সোমবার ফের বাংলাদেশের প্রসঙ্গ তুলে লোকসভায় সুর চড়িয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ সোমবার লোকসভার জিরো আওয়ারে বক্তব্য পেশ করতে গিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay) বলেন, বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘু হিন্দুদের উপরে লাগাতার অত্যাচার চলছে৷ এই বিষয় নিয়ে আমি নিজে বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম৷ আমার সঙ্গে ছিলেন দলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়৷ কেন সরকার সংসদে বিবৃতি দিচ্ছে না? সংসদ চলছে, তারপরেও সরকার কেন নীরব থাকছে? অবিলম্বে বিবৃতি দিতে হবে কেন্দ্রীয় সরকারকে৷ কীভাবে বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের উপরে নির্যাতন বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, তা সরকারকে জানাতে হবে সংসদে৷

আরও পড়ুন- অভিষেকের প্রশ্নে বেআব্রু কেন্দ্র, বিজেপি-রাজ্যে বাড়ছে সাইবার অপরাধ

Latest article