প্রিয়াংশের মতোই ব্যাটিং চাই: শ্রেয়স

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রিয়াংশ আর্যর ৪২ বলে ১০৩ রানের বিস্ফোরক ইনিংসকে আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা বলছেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার

Must read

মুলানপুর, ৯ এপ্রিল : চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রিয়াংশ আর্যর ৪২ বলে ১০৩ রানের বিস্ফোরক ইনিংসকে আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা বলছেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। ২২ বছরের তরুণ ব্যাটারের উত্থান দিল্লি প্রিমিয়ার লিগ থেকে। এখনও প্রথম শ্রেণির ক্রিকেট না খেলা প্রিয়াংশ সিএসকে-র বিরুদ্ধে মাত্র ৩৯ বলে সেঞ্চুরি করেছেন। আইপিএলে আনক্যাপড প্লেয়ার হিসেবে দ্রুততম সেঞ্চুরি। ২২ বছরের তরুণ ব্যাটারকে প্রশংসায় ভরিয়ে পাঞ্জাব অধিনায়ক জানিয়েছেন, দলের বাকি ব্যাটারদের আর্যর মতোই ভয়ডরহীন ব্যাটিং করতে হবে।
আর্যকে নিয়ে শ্রেয়স বলেন, ‘‘ওর আগ্রাসী মানসিকতা, ভয়ডরহীন ব্যাটিংকে সমর্থন করি। খোলামনে ইনিংসটা খেলেছে। এই মানসিকতা দলের বাকি ব্যাটাররাও দেখাক। আইপিএলে আমার দেখা অন্যতম সেরা ইনিংস।’’ যোগ করেন, ‘‘আমি যখন ব্যাট করতে যাই, তখন প্রিয়াংশের সঙ্গে কথা বলি। ওকে বলেছিলাম, ইতিবাচক মানসিকতা নিয়ে ব্যাটিং চালিয়ে যাও। ও কোনও ভুল শট খেলেনি। সম্পূর্ণ ক্রিকেটীয় শট খেলেছে। প্রিয়াংশকে গত কয়েক মাস থেকে চিনি। ও নেটেও একই মানসিকতা নিয়ে ব্যাট করে। ওকে সবসময় বলেছি, নিজেকে প্রকাশ করো। রাজস্থান ম্যাচে জোফ্রা আর্চারের বলে আউট হয়ে মন খারাপ হয়েছিল। ওকে উৎসাহ দিয়েছিলাম।’’

আরও পড়ুন-ছাত্র-যুবদের প্রতিবাদে উত্তাল মহানগর: রাম-বামের চক্রান্ত, ধিক্কার তৃণমূলের

ম্যাচের শেষ দিকে শশাঙ্ক সিং দ্রুত ৫২ রানের ইনিংস খেলে পাঞ্জাবকে ম্যাচ শেষ করতে সাহায্য করেছে। শশাঙ্ক বলছিলেন, ‘‘প্লে-অফে সেরা চারে থাকতে হলে ঘরের মাঠে জেতাটা জরুরি। বিশেষ করে ক্লোজড ম্যাচগুলো থেকে পুরো পয়েন্ট দরকার। এখন ছন্দটা ধরে রাখতে হবে।’’

Latest article