আজীবন এই দল ধরে রাখতে চাই : শাহরুখ

রবিবার রাতে সানরাইজার্স হায়দরাবাদকে একতরফা ফাইনালে উড়িয়ে ট্রফি জয়ের পর চিপকের ড্রেসিংরুমেই আবেগপ্রবণ হয়ে পড়েন কিং খান।

Must read

চেন্নাই, ২৮ মে : দীর্ঘ ১০ বছরের ট্রফির খরা কাটিয়ে আইপিএল চ্যাম্পিয়নের মুকুট এখন নাইটদের মাথায়। চেন্নাই থেকে ক্রিকেটাররা যে যাঁর মতো বাড়ি ফিরলেও উৎসবের রেশ এত সহজে যাওয়ার নয়। এতদিন পর ট্রফি জয়, ক্রিকেটারদের সঙ্গে নিয়েই উৎসবের মেজাজে টিম মালিক শাহরুখ খান। রবিবার রাতে সানরাইজার্স হায়দরাবাদকে একতরফা ফাইনালে উড়িয়ে ট্রফি জয়ের পর চিপকের ড্রেসিংরুমেই আবেগপ্রবণ হয়ে পড়েন কিং খান।

আরও পড়ুন-এভারেস্টে ট্রাফিক জ্যামের ফলে মৃত্যু ভারতীয় পর্বতারোহীর

মাঠে নেমে মেন্টর গৌতম গম্ভীরকে বলিউড বাদশার স্নেহের চুম্বন সবাই দেখেছে টিভির পর্দায়। নাইটদের দু’বারের ট্রফিজয়ী প্রাক্তন ক্যাপ্টেনকে ফিরিয়ে মাস্ট্রারস্ট্রোক আগেই দিয়েছিলেন বলিউড বাদশা। তৃতীয় ট্রফি জিতে তাই সবার আগে কেকেআর ড্রেসিংরুমে দাঁড়িয়ে তাঁর আদরের ‘জিজি’-কে আলাদা করে ধন্যবাদ দিলেন শাহরুখ। দলের সকলের সামনেই গম্ভীরের উদ্দেশে নাইট কর্ণধার বলেন, ‘‘কখনও আলাদা করে তোমাকে ধন্যবাদ জানানো হয়নি। এবার সেটাই জানাতে চাই।’’ এরপরই এক অদ্ভুত অনুরোধ করেন শাহরুখ। সুনীল নারিনকে নাচতে দেখেছেন। এবার তিনি চান, গম্ভীরও গানের তালে কোমর দুলিয়ে সেলিব্রেশনে মেতে উঠুন। শাহরুখের প্রস্তাবে অবশ্য শুধুই মুচকি হাসেন গম্ভীর।
নিজের দল নিয়েও বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন বাদশা। ড্রেসিংরুমে ক্রিকেটারদের সামনে শাহরুখ বলেন, ‘‘সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা অসাধারণ। ভগবান তোমাদের মঙ্গল করুন। সবাই সুস্থ থেকো। এখান থেকে তোমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। তোমাদের অনেক শুভেচ্ছা। জুহি, জয়, সুহানা, পূজা সবার পক্ষ থেকে আমি বলছি, আমরা প্রত্যেকে তোমাদের ভালবাসি। তোমরা আমাদের আবেগপ্রবণ করে দিয়েছ। আমরা আজীবন এই দলটাকে ধরে রাখতে চাইব। তোমরা আমার কথা শুনবে আর এভাবেই খেলে যাবে।’’
শাহরুখের ইচ্ছা অবশ্য পূরণ হওয়ার নয়। কারণ, আগামী বছর আইপিএলের মেগা নিলাম। তিনজনের বেশি ক্রিকেটার ধরে রাখা যাবে না। বেশিরভাগ ক্রিকেটারকেই নিলামে উঠতে হবে। ফলে নাইটদের চ্যাম্পিয়ন দল ভেঙে যাচ্ছে।

Latest article