প্রতিবেদন : আমি সেঞ্চুরি দেখতে চাই। বুধবার পূর্ব বর্ধমানের সভা থেকে কন্যাশ্রী প্রকল্প (Kanyashree Prakalpa) নিয়ে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী আজ বিশ্বশ্রী হয়েছে। এবার এই প্রকল্পই যাতে আরও বিস্তার লাভ করে সেই বিষয়েই উদ্যোগী মুখ্যমন্ত্রী।
এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ইতিমধ্যেই ৮৫ লাখ ছাত্রী কন্যাশ্রীর সুবিধে পান। কন্যাশ্রী প্রকল্পে (Kanyashree Prakalpa) সংযুক্ত করা হবে আরও ১০ লক্ষ। অর্থাৎ ৮৫ থেকে সংখ্যাটা ৯৫ লক্ষ হতে চলেছে। এর সঙ্গেই তিনি বলেন, আমি সেঞ্চুরি দেখতে চাই। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়, এই তিন পর্যায়ে কন্যাশ্রীর টাকা দেওয়া হয়। এছাড়াও তিনি বলেন, যে সমস্ত রাজ্যবাসী দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রী-তে আবেদন করেছিলেন তাঁদের ৬টি প্রকল্পে ১ ফেব্রুয়ারি থেকে সুবিধা দেওয়া হবে। এর মধ্যে ১৩ লক্ষ মহিলা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন। যাঁরা পাচ্ছিলেন না এতদিন এবার তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন। ৯ লক্ষ মানুষ বার্ধক্যভাতা পাবেন, ৭ হাজার মানুষ মানবিক ভাতা পাবেন, রূপশ্রী প্রকল্পে আরও ৮৫ হাজার মহিলা যুক্ত হতে চলেছেন। ১ ফেব্রুয়ারি থেকে নতুন উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলেও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- ডব্লিউবিসিএস প্রশিক্ষণের জন্য ৫০টি নতুন শিক্ষা প্রতিষ্ঠান রাজ্যের