প্রতিবেদন : বিচারব্যবস্থার একাংশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনলেন। মঙ্গলবার এসএসকেএমে বিজেপির মারে আহত দেবজিৎ চট্টোপাধ্যায়কে দেখে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিচারব্যবস্থার একাংশের পক্ষপাতিত্বমূলক আচরণ নিয়ে যথেষ্ট আক্রমণাত্মক ছিলেন৷ মঙ্গলবার নবান্ন অভিযানের নামে বিজেপির গুন্ডারা যে-তাণ্ডব চালাল, সরকারি সম্পত্তি ধ্বংস করল, পুলিশকে মারল, পুলিশের গাড়ি জ্বালাল, হিংসা ছড়াল এ-বিষয়ে আগামী ১৯ তারিখ কলকাতা হাইকোর্ট কী ব্যবস্থা নেয় তার অপেক্ষায় রয়েছি। বিচারব্যবস্থায় এখনও মেরুদণ্ড সোজা রাখা ও স্রোতের বিপরীতে চলা মানুষ আছেন। তাঁদের ওপর জনসাধারণ ভরসা করেন। বক্তব্য তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। একইসঙ্গে তিনি মনে করেন, বিচারব্যবস্থার একটা অংশ নিয়ে প্রশ্ন তোলার অবকাশ রয়েছে। তাঁর কথায়, যেভাবে বিচারব্যবস্থার সঙ্গে জড়িত একাংশের মদতে বিজেপির কিছু গুন্ডাকে শেল্টার দেওয়া হচ্ছে তা নজিরবিহীন। মানুষ এভাবে জুডিশিয়ারিকে দেখতে চায় না।
আরও পড়ুন-বিশ্ব গণতন্ত্র দিবস : জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ তথ্য
দেশের কোথাও রহস্যমৃত্যুর তদন্তে কোনও আদালত স্টে অর্ডার দেয়নি। একমাত্র বাংলায় এই ঘটনা ঘটেছে। শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর রহস্যজনক মৃত্যুতে স্টে অর্ডার দেওয়া হয়েছে। ক্ষোভের সঙ্গে বলেন অভিষেক (Abhishek Banerjee)। তাঁর কথায়, আদালত বলতে পারে, ওই ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। কিন্তু এক্ষেত্রে নজিরবিহীন ভাবে এই মার্ডার কেসে স্টে অর্ডার দিয়ে রাখা হয়েছে। অভিষেকের সংযোজন, আমি সার্বিকভাবে সব বিষয় নিয়েই আদালতের দৃষ্টি আকর্ষণ করছি, আদালত থাকতে বিচারব্যবস্থা থাকতে বিচারপতি থাকতে এ-জিনিস হয় কী করে?
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…