এই দিনটাই চেয়েছিলাম: তিতাস

Must read

পোচেস্ট্রুম, ২৯ জানুয়ারি : দিদিরা যা পারেনি সেই কাজ করে দেখালেন তাঁরা। ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-২০ ক্রিকেটে বিশ্বজয়। এই অসাধ্য সাধনে অবদান থাকল হুগলি ও শিলিগুড়ির দুই বঙ্গ কন্যার। বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আবেগে ভাসলেন তিতাস সাধু (Titas Sadhu) ও রিচা ঘোষ (Richa Ghosh)।
মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিতাস (Titas Sadhu)। ফাইনালে তিনিই ম্যাচের সেরা হয়েছেন। বিশ্ব চ্যামিয়ন হয়ে হুগলির মেয়ে তিতাস বলেছেন, ‘অসাধারণ অনুভূতি। চ্যাম্পিয়ন হয়ে দারুণ লাগছে। ইংল্যান্ড কঠিন প্রতিপক্ষ। ওদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে খুব ভাল লাগছে। অনেক দিন ধরেই আমরা এই দিনের জন্য অপেক্ষা করৎছিলাম।’’ বিশ্বকাপ জয়ের পরে আবেগে ভাসলেন শিলিগুড়ির রিচা ঘোষ। চ্যাম্পিয়ন হয়ে বাংলার উইকেটরক্ষক বলেন, ‘‘চ্যাম্পিয়ন দলের সদস্য হয়ে নিজেকে গর্বিত বোধ করছি। ফাইনাল জিতে দারুণ লাগছে।’’ সিনিয়র বিশ্বকাপ জয় নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,‘‘ওটা জিততে বাকি আছে এখনও। তবে এই বিশ্বকাপ জিতে আলাদা অনুভূতি হচ্ছে।’’

আরও পড়ুন-অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ: ম্যাচের সেরা হুগলির তিতাস সাধু

Latest article