প্রতিবেদন : জন্মদিনের কেক খাওয়া নিয়ে বিজেপির মিথ্যাচারের মোক্ষম জবাব দিলেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা (Birbaha Hansda)। বললেন, আমি আদিবাসী মেয়ে বলে হয়তো আমার কেক খাওয়াটা তাদের গায়ে লেগেছে! আমরা দেখেছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন জন্মদিন পালন করেন সেটা নিয়ে কেউ কখনও কোনও প্রশ্ন করেন না। কারণ তিনি আদিবাসী নন। আমি আদিবাসী আর আদিবাসীদের তো কেক খাওয়া বারণ! বিজেপিকে কটাক্ষ করে বলেন, যাদের রুচিবোধ নেই এমন নেতা-কর্মীদের দিয়ে বাংলা দখলের স্বপ্ন দেখছেন দিল্লির বিজেপি নেতারা। একটা সামান্য কেক কাটাকে কেন্দ্র করে এরা যে নোংরামি করছে, তাদের দিয়ে আর যাইহোক বাংলা দখল হয় না। এটা যত তাড়াতাড়ি বিজেপি নেতৃত্বকে বুঝতে পারবে ততই মঙ্গল।
আরও পড়ুন-এবার বিপর্যয় মোকাবিলায় সাহসিকতার পুরস্কার রাজ্যের, সোমবার আবার উত্তরে মুখ্যমন্ত্রী
বৃহস্পতিবার আগরতলাতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বনমন্ত্রী নিজের ক্ষোভ উগরে দিয়ে বলেন, ভোর ৪টের সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম। বিমানে ওঠার আগেই ভেবেছিলাম কিছু খাই এবং সেই হিসেবেই একটা কাপ কেক কিনেছিলাম। আমার সহকর্মীরা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ভদ্রতার খাতিরে আমি আমার এঁটো করা কেক একটু করে দাদা-দিদিদের খাইয়ে ছিলাম। আর তাতেই বিজেপির এত রাগ!