প্রতিবেদন : সেদিন আমি ঘটনাস্থলেই ছিলাম না। রাম-বাম মিথ্যেই আমার নাম দিয়েছে। সোমবার আদালত অবমাননা মামলার শুনানির শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন কুণাল ঘোষ। কলকাতা হাইকোর্টের তিন বিচারপতির বেঞ্চে এদিন ছিল মামলার শুনানি। এদিন কুণাল ঘোষ-সহ কোনও অভিযুক্তই জবাবি হলফনামা জমা দেননি। তারপরই কোর্ট সকলের বিরুদ্ধে রুল জারি করে। মামলার পরবর্তী শুনানি ১৬ জুন।
আরও পড়ুন-দিনের কবিতা
হলফনামা না দেওয়ার প্রসঙ্গে কুণালের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য ও অয়ন চক্রবর্তী বলেন, আমাদের হলফনামা প্রস্তুত। আমরা এখনই জমা দিতে পারি। কিন্তু যেহেতু আদালতের নির্দেশে ঘটনা নিয়ে পুলিশ রিপোর্ট জমা পড়েছে এবং গতকাল রাতে আমরা তার কপি পেয়েছি, তাই তার উল্লেখ আমাদের হলফনামায় থাকা দরকার। সেই কারণেই কুণাল ঘোষের হলফনামা জমা পড়েনি এদিন। কোর্ট আর একটু সময় দিলে জমা দেওয়া হবে হলফনামা। আদালতের প্রতি পূর্ণ আস্থা জানিয়ে কুণাল আরও বলেন, ওইদিন বিক্ষোভের সময় আমি ছিলাম না। কোর্ট চত্বরে ওই আচরণ সমর্থনও করি না। কোন যন্ত্রণা থেকে এসএলএসটি শারীরশিক্ষা, কর্মশিক্ষা প্রার্থীরা ওই অসংযত আচরণ করেছেন, সেটা ওঁরা জানেন। ওই কাণ্ড আমি সমর্থন করি না। কিন্তু বিজেপি, বাম আর কংগ্রেস রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নাম দিয়েছে। বিচারপতিরা নিশ্চয় বুঝবেন, অকারণে এই ঘটনায় আমার নাম জড়ানো হয়েছে।