মেলবোর্ন, ২৪ অক্টোবর : পাকিস্তানের বিরুদ্ধে নাটকীয় জয়ের ২৪ ঘণ্টা পরও বিরাট কোহলিতে মজে রয়েছে ক্রিকেট মহল। কিং কোহলিকে নিয়ে ঘোর কাটেনি হার্দিক পান্ডিয়ারও। তিনি সাফ জানাচ্ছেন, বিরাটের জন্য তিনি গুলি খেতেও রাজি ছিলেন!
আরও পড়ুন –দ্য কিং ইজ ব্যাক, বড় মঞ্চের বড় প্লেয়ার, বলছে ক্রিকেট দুনিয়া
পাক ম্যাচ জয়ের পর বিরাটের সঙ্গে হার্দিকের আড্ডার ভিডিও পোস্ট নিজেদের ওয়েবসাইটে পোস্ট করেছে বিসিসিআই। সেখানে হার্দিক তুলে ধরেছেন দু’জনের পার্টনারশিপের কথা। পাক পেসার হ্যারিস রউফকে মারা বিরাটের দুটো ছয় প্রসঙ্গে হার্দিক বলেন, ‘‘আমি অনেক ছয় মেরেছি। কিন্তু বিরাটের ওই দুটো ছক্কা আমার কাছে সেরা। ও ছাড়া আর কেউই ওভাবে ছয় মারতে পারত না।” হার্দিকের সংযোজন, ‘‘ওই সময় যা পরিস্থিতি ছিল তাতে আমি বিরাটের জন্য বুকে গুলি খেতেও রাজি ছিলাম। জানতাম পাকিস্তান ম্যাচের চাপ সামলানোর ক্ষমতা একমাত্র বিরাটের রয়েছে। তাই যে কোনও মূল্যে ওকে সাহায্য করতে চেয়েছিলাম। দু’জনে মিলে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছিলাম বলেই এই জয় এতটা আনন্দ দিয়েছে।”
আরও পড়ুন –মন্দির চত্বরে বসেই এবার দক্ষিণেশ্বরে দেখা যাচ্ছে ভবতারিণী মায়ের পুজো
এদিকে, বিরাট-বন্দনা সুনীল গাভাসকরের মুখেও। তিনি বলেছেন, ‘‘বিরাটের জন্য আমি গর্বিত। অসাধারণ একটা জয় দেশকে উপহার দিল।” সানি আরও বলেন, ‘‘কে বলেছে বিরাট ফর্মে ছিল না! ও সেঞ্চুরি পাচ্ছিল না ঠিকই, কিন্তু অনেকগুলো ৬০ বা ৭০ রানের ইংনিস খেলেছে। বিষয়টা অনেকটা এমন যে, রজার ফেডেরার, রাফায়েল নাদালরা সেমিফাইনালে বা ফাইনালে হারলে লোকে যেমন ওদের ব্যর্থ বলে। বিরাটের ব্যাপারটাও অনেকটা তেমনই।”