ফ্লোরিডা, ৮ অগাস্ট : টি-২০ ফরম্যাটে স্টপগ্যাপ অধিনায়ক হিসেবে সাফল্যের সঙ্গে দেশকে নেতৃত্ব দিয়েছেন। অদূর ভবিষ্যতে যদি তাঁকে পাকাপাকিভাবে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়, তাহলে খুশিই হবেন। সাফ জানালেন হার্দিক পান্ডিয়া।
আইপিএলে হার্দিকের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট টাইটানস। এরপর আয়ারল্যান্ড সফরে দু’টি টি-২০ ম্যাচে ভারতের অধিনায়ক ছিলেন তিনি। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম্যাচে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা বিশ্রাম নেওয়ায় হার্দিক দলকে নেতৃত্ব দেন। ম্যাচের পর পাকাপাকিভাবে অধিনায়ক হওয়া নিয়ে প্রশ্নের উত্তরে হার্দিক বলেন, ‘‘হ্যাঁ, কেন নয়? যদি ভবিষ্যতে আমাকে দায়িত্ব দেওয়া হয়, তাহলে খুশিই হব। দেশকে নেতৃত্ব দেওয়ার অনুভূতি সব সময়ই স্পেশ্যাল। নেতৃত্ব দিয়ে জয় তো বাড়তি পাওনা। শুধু অধিনায়ক হিসেবেই নয়, দলের একজন সদস্য হিসেবেও জয়ের মুহূর্তগুলো দারুণ উপভোগ করি।’’
আরও পড়ুন-শোয়েবের অস্ত্রোপচার
হার্দিকের সংযোজন, ‘‘তবে আমাদের সামনে এখন এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপের মতো দু’টি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে। তাই আপাতত সেদিকেই ফোকাস করছি। গোটা দলের ছন্দ ধরে রাখাই এই মুহূর্তে বেশি জরুরি। আমরা প্রতি ম্যাচেই উন্নতি করছি। ক্রিকেটে শেখার কোনও শেষ নেই। তবে আমাদের দলে বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, যারা দলকে জেতানোর ক্ষমতা রাখে।’’